• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
তিন সময় নামাজ পড়া হারাম

সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া হারাম

সংরক্ষিত ছবি

ধর্ম

তিন সময় নামাজ পড়া হারাম

  • মিরাজ রহমান
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

নামাজ ইসলামের প্রধান ইবাদত। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ইসলামী বিধান মোতাবেক ফরজ, ওয়াজিব, সুন্নাতসহ ফজিলতপূর্ণ কিছু নফল নামাজের কথা উল্লেখ পাওয়া যায়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সময়মতো আদায় করা ফরজ। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নামাজ আদায় করতে হবে এবং এতে কোনো ব্যত্যয় করা যাবে না। ওয়াজিব, সুন্নাত নামাজেরও সময় রয়েছে। তবে নফল নামাজ দিন বা রাতের বিভিন্ন সময়ে আদায় করা যায়। একজন মুসলিম ব্যক্তিগতভাবে যত খুশি যখন খুশি নফল নামাজ আদায় করতে পারেন। তবে তিনটি সময় রয়েছে, যখন কোনো ধরনের কোনো নামাজ পড়া হারাম বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

হাদিসের সূত্রে জানা যায়, তিন সময়ে নামাজ পড়া নিষেধ বা হারাম। বিখ্যাত সাহাবি হজরত উকবা বিন আমের জুহানি (রা.) বলেন, তিনটি সময়ে রসুল (সা.) আমাদের নামাজ আদায় করতে এবং মৃত ব্যক্তির দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়, যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে শুরু করে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। আর যখন সূর্য অস্ত যায় (মুসলিম, ১/৫৬৮)। হাদিসের ভাষ্যানুযায়ী যে তিন সময় নামাজ পড়া হারাম, সেগুলো হলো— ১. সূর্য উদিত হওয়া শুরু থেকে তার হলুদ রঙ ভালোভাবে চলে যাওয়া ও আলো ভালোভাবে না ছড়িয়ে পড়া পর্যন্ত নামাজ পড়া হারাম। সূর্য উদিত হওয়া শুরু থেকে আনুমানিক ১৫-২০ মিনিট সময় পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকা জরুরি। ২. ঠিক দ্বিপ্রহরের সময় অর্থাৎ সূর্য ঠিক মধ্য আকাশে অবস্থান করা থেকে শুরু করে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত নামাজ পড়া হারাম। ৩. সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া হারাম।

উল্লেখিত তিন সময়ে সব ধরনের নামাজ পড়া নিষেধ। চাই তা ফরজ হোক কিংবা হোক ওয়াজিব, সুন্নাত বা নফল। কোনো কোনো ইসলামী স্কলার বলেছেন, এ সময় শুকরিয়ার সিজদা ও কোরআন তিলাওয়াতের সিজদা করাও নিষিদ্ধ। তবে জানাজার নামাজ উপস্থিত হলে তা দেরি না করে পড়ে নেওয়া উত্তম।

লেখক : আলেম ও সাংবাদিক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads