• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

ধর্ম

চাঁদ দেখা গেছে, বুধবার ঈদ: ধর্ম প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুন ২০১৯

১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ মঙ্গলবার দ্বিতীয় দফার ব্রিফিংয়ে এমন তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব আডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

এর আগে, রাত ৯ টার দিকে এক ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন আগামী দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী বৃহস্পতিবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

ওই সময়ে তিনি বলেছিলেন, বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা যায়নি।

এদিকে, নিজেদের গ্রামে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে গেছেন এবং যাচ্ছেন।

নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজনে রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এতে অংশ নেবেন। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় আয়োজন করা হবে। সেই সাথে বায়তুল মুকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে।

জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা থাকছে।

কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দুটি বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেই সাথে দেশব্যাপী বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ পড়বেন মুসল্লিরা।

ঈদের দিন সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সাথে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা পতাকায় সাজানো হবে। টেলিভিশন চ্যালেন ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads