• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
মৃতের জন্য উচ্চঃস্বরে কাঁদা বা বিলাপ করা নিষেধ

প্রতীকী ছবি

ধর্ম

মৃতের জন্য উচ্চঃস্বরে কাঁদা বা বিলাপ করা নিষেধ

  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০২০

ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, আবু বকর ইবনে আবু শাইবাহ এবং ইবনে নুমায়র (রহ.) ‘আবদুল্লাহ (রাজি.) বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গাল থাপড়াবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে অথবা জাহিলী যুগের মতো বিলাপ করবে সে আমাদের দলভুক্ত নয়। (সহিহ মুসলিম হাদিস নং-১৮৬)

আল হাকাম ইবনে মূসা আল কানতারী (রহ.)- আবু বুরদাহ ইবনে আবু মূসা (রহ.) বলেন, আবু মূসা (রাজি.) কঠিন রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার মাথা তার পরিবারের এক মহিলার কোলে ছিল। সে মহিলা চিৎকার করে উঠল। তিনি তাকে তা থেকে বাধা দিতে পারেননি। যখন তার জ্ঞান ফিরল তখন বললেন, আমি তার থেকে সম্পর্কহীন, যার থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কচ্ছেদ করেছেন। যে ব্যক্তি (মৃতের শোকে) উচ্চৈঃস্বরে কান্নাকাটি করে, মাথার চুল ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। (সহিহ মুসলিম হাদিস নং-১৮৮)

শিক্ষা : কোনো মৃতের জন্য বিলাপ করে কাঁদা বা উচ্চৈঃস্বরে কাঁদা অবৈধ। আর যদি শুধু অন্তর ফেটে চক্ষু দিয়ে অশ্রু নির্গত হয় তা বৈধ। সমাজে দেখা যায় কেউ মারা গেলে হাউমাউ করে চিৎকার করে কাঁদে। আবার অনেকে কপাল-গাল থাপড়িয়ে কান্নাকাটি করে। শরিয়তে এসব নিষিদ্ধ। প্রতিটি ব্যক্তির ওয়াসিয়্যাত করা উচিত যে, আমার মৃত্যুর পরে তোমরা উচ্চৈঃস্বরে কাঁদবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads