• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
আজান শুনে নামাজের জন্য মসজিদে যাওয়া অপরিহার্য

সংগৃহীত ছবি

ধর্ম

আজান শুনে নামাজের জন্য মসজিদে যাওয়া অপরিহার্য

  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২১

কুতায়বাহ ইবনে সাঈদ, ইসহাক ইবনে ইবরাহীম, সুওয়াইদ ইবনে সাঈদ ও ইয়াকুব আদ দাওরাকী (রহ.)...আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক অন্ধলোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! আমাকে ধরে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই। অতঃপর তাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি প্রদান করার জন্য সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আবেদন জানাল। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দিলেন। কিন্তু যে সময় লোকটি ফিরে যেতে উদ্যত হলো তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন? তুমি কি সালাতের আজান শুনতে পাও? সে বলল, হ্যাঁ (আমি আজান শুনতে পাই)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে আসবে।’ (সহিহ মুসলিম, হাদিস নং -১৩৭২)

আবু বকর ইবনে আবু শায়বাহ্ (রহ.)... আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন আমাদের ধারণা হলো মুনাফিক যার নিফাক স্পষ্ট হয়ে গিয়েছিল এবং রুগ্নব্যক্তি ছাড়া কেউই সালাতের জামাত পরিত্যাগ করে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় রুগ্নব্যক্তিও দুজন মানুষের কাঁধে ভর দিয়ে সালাতের জামাতে উপস্থিত হতো। তিনি আরো বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হিদায়াতের কথা শিখিয়েছেন। আর হিদায়াতের কথা ও পদ্ধতির মধ্যে একটি হলো সে মসজিদে গিয়ে সালাত আদায় করা যে মসজিদে আজান দেওয়া হয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস নং-১৩৭৩)

শিক্ষা : আজান হলো আল্লাহর দিকে বান্দাকে আহ্বান করা। নামাজের দিকে ডাকা। যে ব্যক্তি আজান শুনবে তার জন্য অপরিহার্য জামাতের সাথে নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া। এ ব্যাপারে অলসতা, অবহেলা করা যাবে না। সবার জন্যই নামাজ ফরজ। আর জামাতের সাথে নামাজ আদায় সব পুরুষের জন্যই জরুরি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads