• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কোরআনের বাণী

সংগৃহীত ছবি

ধর্ম

কোরআনের বাণী

  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২১

আল্লাহতায়ালা শিরক ক্ষমা করেন না

ইরশাদ হয়েছে-‘নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্নপর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।’ (সুরা আন নিসা, আয়াত-৪৮)

আল্লাহপাক যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন

ইরশাদ হয়েছে-‘তুমি কি তাদেরকে দেখনি, যারা নিজেদেরকে পূত-পবিত্র বলে থাকে অথচ পবিত্র করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই? বস্তুত তাদের উপর সুতা পরিমাণ অন্যায়ও হবে না।’ (সুরা আন নিসা, আয়াত -৪৯)

আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা মহাপাপ

ইরশাদ হয়েছে-‘লক্ষ করো, কেমন করে তারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ এই প্রকাশ্য পাপই যথেষ্ট।’ (সুরা আন নিসা-৫০)

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads