• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

ধর্ম

ফিতনার সময় করণীয়

  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২১

মনিরুজ্জামান

 

 

 

অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম হবে। ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে। আর যার ছাগল থাকবে, সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে। আর যার চাষাবাদের জমিন আছে, সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী! যার কোনো কিছুই নেই সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, পাথর দিয়ে তার তলোয়ারকে ভোঁতা করে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে। অতঃপর নবীজি বলেন, ‘হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? অতঃপর অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসুল! কেউ যদি আমাকে জোর করে কোন দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই, তাহলে আমার অবস্থা কী হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে’।

ফিতনার সময় একজন মুমিনের করণীয়

১. অধিকহারে চুপ থাকা। যে লোক যাবতীয় ফেতনা থেকে এতো পরিণাম চুপ থাকে, যার কারণে কোনো ফেতনা তাকে আকৃষ্ট করতে পারেনি (আল ফিতান-৭৩৫)

২. অধিকহারে দোয়া করা। হুজাইফা (রা.) বলেছেন, ‘মানুষের ওপর এমন একটা যুগ আসবে যখন কেউ রক্ষা পাবে না, সে ছাড়া যে দোয়া করছে, ডুবন্ত মানুষের দোয়ার মতো। (মুসান্নাফ ইবনে আবি শায়বা- ৩৬৪৪৭)

৩. ফিতনার দিকে দৃষ্টি বা উঁকি না দেওয়া এবং ফিতনার দিকে না যাওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে, ফিতনা তাকে ঘিরে ধরবে। তখন কেউ যদি কোন আশ্রয়ের জায়গা কিংবা নিরাপদ জায়গা পায়, তাহলে সে যেন আত্মরক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস নং-৭০৮১)

৪. ফিতনার সময় নিজেকে গুটিয়ে নেওয়া, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বের হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘অচিরেই এমন ফিতনার আত্মপ্রকাশ হবে, যা বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে উত্তম থাকবে। আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে উত্তম থাকবে। আর চলমান ব্যক্তি তখন দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে।’ (সহিহ মুসলিম, হাদিস নং- ৭১৩৯)

৫. ফিতনার সময় সৎকাজ আঁকড়ে ধরা, অসৎকাজ পরিহার করা এবং আল্লাহ ভিরু মুত্তাকীদের সাথে চলাফেরা করা। পাপীদের সঙ্গ ত্যাগ করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে তখন তোমরা সৎকাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎকাজ হতে বিরত থাকবে। তোমাদের মাঝে বিশেষ লোক যারা রয়েছে তাদের প্রতি মনোনিবেশ করবে এবং সর্বধারণকে এড়িয়ে চলবে।’ (আল ফিতান : ৭২১)

৬. ফিতনার জামানায় জান্নাত লাভ করা। উকবা ইবনে আমির (রা.) বলেন, একদা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, নাজাতের উপায় কি? তিনি বললেন, ‘নিজের জিহ্বা আয়ত্তে রাখ, নিজের ঘরে পড়ে থাক এবং নিজের পাপের জন্য রোদন করো।’ (আহমাদ, তিরমিযি)

৭. গাইরে মাহরাম নারী থেকে বেঁচে থাকা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোনো নারীর ওপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না। বরং নজর অতিসত্তর ফিরিয়ে নিও, কারণ, তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। (আহমদ, ১৩৬৯) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, পুরুষের জন্য নারীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না। (সহিহ বুখারি, হাদিস নং- ৫০৯৬)

৮. এমন ধন-সম্পদ ফেতনা, যা আল্লাহর আনুগত্য থেকে মানুষকে গাফেল রাখে। এটা পরিহার করা, যাতে আল্লাহ ইবাদত করা থেকে দূরে না রাখে। কা’ব ইবনে ইয়ায (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মাতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে। আর আমার উম্মাতের ফিতনা হলো ধন-সম্পদ। (তিরমিযি, হাদিস নং-২৩৩৬)

৯. ফিতনার সময় গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কোরআন-সুন্নাহকে আঁকড়ে ধরা। যা ফেতনা গ্রাস করে ফেলবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয় আমি তোমাদের মাঝে এমন বস্তু ছেড়ে যাচ্ছি-তোমরা যদি তা আঁকড়ে ধরে থাক তবে কখনই পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাত।’ (সহিহ তারগিব ওয়াত তাহরিব, হাদিস নং-৪০)

১০. ফিতনার জামানায় ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা। ‘ফিতনা গরুর ন্যায়। তাতে বহু মানুষ ধ্বংস হবে। তবে যারা পূর্বেই এ সম্পর্কে অবগতি লাভ করবে তারা ধ্বংস হবে না।’ (আল ফিতান-৫)

 

লেখক : শিক্ষার্থী, দারুল উলুম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads