• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ধর্ম

ইসলাম স্বাধীনতার কথা বলে

  • ফিচার ডেস্ক
  • প্রকাশিত ২৬ মার্চ ২০২১

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এ মাসেই তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য, বঞ্চনা, শোষণ ও আক্রমণের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ-সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আর এদেশের মুক্তিকামী মানুষ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধিকার অর্জনের শপথ নিয়েছিলেন। পরবর্তীকালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

স্বাধীনতা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাধীনতা মানবজাতির জন্য মহান আল্লাহর উপহার। ইসলামে স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। ইসলাম স্বাধীনতার কথা বলে। আল্লাহপাক সবাইকে স্বাধীন করেই সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষ মাতৃগর্ভ থেকে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এটাই স্বাভাবিক প্রবৃত্তি। আল্লাহতাআলা সবাইকে বিবেক ও বিশ্বাসেরও স্বাধীনতা দিয়েছেন। কাউকে পরাধীন করেননি। পবিত্র কোরআনে আল্লাহতাআলা ইরশাদ করেছেন, ‘তোমার প্রভু-প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সবাই অবশ্যই এক সাথে ঈমান নিয়ে আসত। তবে কি তুমি মুমিন হওয়ার জন্য মানুষের ওপর বলপ্রয়োগ করবে?’ (সুরা ইউনুস : আয়াত ৯৯) আল্লাহ তাআলা সবার স্বাধীনতা চান। তিনি চাইলে সবাইকে একসাথে মুমিন বানাতে পারতেন। কিন্তু তা তিনি করেননি। তিনি চেয়েছেন মানুষ যেন স্বাধীনভাবে বুঝে শুনে ঈমান আনে।

পৃথিবীতে আল্লাহ তায়ালা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তাঁরা সবাই নিজের, দেশ, জাতি তথা মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছেন। মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নবী-রাসুলরা অত্যাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সব ধরনের দাসত্ব ও পরাধীনতা থেকে মুক্ত করাই ছিল আল্লাহর প্রেরিত নবী-রসুলদের অন্যতম কাজ। জন্মভূমি মক্কায় মুশরিকদের জুলুমে অতিষ্ঠ হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরত করেন। মদিনায় সংগঠিত হয়ে মক্কাকে অবিশ্বাসীদের কবল থেকে মুক্ত করেন। সবাইকে উপভোগ করার সুযোগ করে দেন মক্কা বিজয় তথা স্বাধীনতার প্রকৃত আনন্দ।

যারা রাষ্ট্রের স্বাধীনতা অর্জন বা সুরক্ষার জন্য অবদান রাখেন তাদের মর্যাদাও ঘোষণা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একাধিক হাদিসে তিনি মুসলমানদের তাদের মাতৃভূমির সীমান্ত পাহারা দেওয়ার মর্যাদা বর্ণনা করেছেন। এক হাদিসে তিনি শত্রুর আক্রমণ থেকে মাতৃভূমি রক্ষায় এক রাত পাহারা দেওয়াকে এক মাস নফল নামাজ ও রোজার চেয়ে উত্তম বলে গণ্য করেছেন। ইসলামে নামাজ ও রোজার মর্যাদা অপরিসীম। মাতৃভূমির সুরক্ষাকে সে মর্যাদার অনুষঙ্গ করা হয়েছে। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী শত্রুদের দ্বারা আক্রান্ত হলে যেমন সে আক্রমণ প্রতিহত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য তেমন মাতৃভূমি আক্রান্ত হলেও তা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। মক্কাবাসী যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মক্কা ছাড়তে বাধ্য করে তখনো জন্মভূমির মায়া ছাড়তে পারছিলেন না তিনি। মক্কার প্রতি ভালোবাসায় তাঁর হূদয়ে রক্তক্ষরণ শুরু হয়। মদিনায় যাওয়ার সময় পেছন ফিরে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, ‘আল্লাহর কসম! হে মক্কা, নিশ্চয়ই তুমি সবচেয়ে প্রিয় ও পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। আমাকে যদি এখান থেকে বের করে না দেওয়া হতো আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতাম না।’ (তিরমিজি)

মদিনায় হিজরতের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিতৃভূমি মক্কার কথা ভোলেননি। হিজরত করার পর মদিনাকে নিজের দেশ হিসেবে গণ্য করে মদিনার সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে মদিনার সব নাগরিককে নিয়ে এর সুরক্ষার জন্য অনেক যুদ্ধও করেছেন। ঐতিহাসিক মদিনা সনদের অন্যতম মৌলিক ধারা ছিল মদিনা আক্রান্ত হলে সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সর্বশক্তিমান আল্লাহ মানুষের জন্মগত বৈশিষ্ট্য ও চাহিদার উপযোগী ভূখণ্ডে তার জন্মের ব্যবস্থা করেছেন বলে আমরা সারা বিশ্বে ভিন্ন ভিন্ন অঞ্চলের অধিবাসী হয়েছি। যে যেই অঞ্চলের অধিবাসী তাকে সে অঞ্চলে স্বাধীনভাবে বিচরণ করার লক্ষ্যে প্রাকৃতিক নিয়মে সে অঞ্চল তাকে স্বাধীন ভূখণ্ড হিসেবে দান করা হয়েছে। যতক্ষণ একে অন্যকে অত্যাচার করার মাধ্যমে সে স্বভাবজাত স্বাধীনতা ছিনিয়ে নেওয়া না হয় ততক্ষণ সে অঞ্চলটি তার জন্য স্বাধীন ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়। একটি স্বাধীন ভূখণ্ডের স্বাধীনতার প্রথম বৈশিষ্ট্য হলো নিরাপত্তা। সে জন্য হজরত ইবরাহিম (আ.) যখন মক্কাকে নিজ নগর হিসেবে গ্রহণ করেছিলেন, তখন সে ভূখন্ডের জন্য প্রথম যে দোয়াটি করেছিলেন তা হলো নিরাপত্তার দোয়া। এ দোয়ার বিষয়টি উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন, ‘স্মরণ কর সেই সময়ের কথা; যখন ইবরাহিম বলেছিল, হে আমার প্রতিপালক! তুমি এ নগরীর নিরাপত্তা দান কর।’ (সুরা বাকারা, আয়াত ১২৬)

কোরআনে বর্ণিত নিরাপত্তার অর্থ ব্যাপক। একটি নগরী বা দেশের চারদিকে শুধু পাহারা রাখার নামই নিরাপত্তা নয় বরং ওই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি পক্ষ অন্য পক্ষের কাছে নিরাপদ থাকার নামই নিরাপত্তা। এক পক্ষ অন্য পক্ষকে ঝুঁঁকি মনে করলে তখন এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করার আত্মঘাতী কাজে লিপ্ত হয়ে যায়। অন্যদিকে এই ফাঁকে আল্লাহ-প্রদত্ত নিয়ামত স্বাধীনতা লুণ্ঠিত হয়ে যায়। স্বাধীনতার সুরক্ষার জন্য যা খুবই জরুরি তা হলো পারস্পরিক জুলুম পরিহার করা। ঐক্যবদ্ধ অবস্থান অটুট রাখা। আল্লাহ ইরশাদ করেন, ‘আমি এসব জনপদ ধ্বংস করে দিয়েছি যখন তারা পারস্পরিক জুলুম শুরু করে দিয়েছে।’ (সুরা কাহাফ, আয়াত ৫৯) সুতরাং আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, একে অপরের ওপর জুলুম করে তার স্বাধীনতা নষ্ট করা যাবে না। সবার স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহ তায়ালা আমাদের সকলকে সব ধরণের পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনতা অর্জনের তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads