• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
মৃত ব্যক্তির ব্যাপারে ভালো-মন্দ মন্তব্য করা

প্রতীকী ছবি

ধর্ম

মৃত ব্যক্তির ব্যাপারে ভালো-মন্দ মন্তব্য করা

  • প্রকাশিত ৩১ মার্চ ২০২১

ইয়াহইয়া ইবনে আইয়ুব, আবু বকর ইবনে আবু শায়বাহ, যুহায়র ইবনে হারব ও আলী ইবনে হুজুর (রহ.) [শব্দগুলো ইয়াহইয়া-এর] ...আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি জানাযা বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা প্রশংসা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। (আরেকবার) একটা জানাযা বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু লোকেরা তার দুর্নাম করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে (তিনবার) বললেন। তখন উমর (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! আপনার ওপর আমার মা-বাপ উৎসর্গ হোক! একটা জানাযা অতিক্রম করলে তার প্রতি ভালো মন্তব্য করা হলে আপনি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, বললেন! আর একটা জানাযা অতিক্রমকালে তার প্রতি খারাপ মন্তব্য করা হলে আপনি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, বললেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, তোমরা যার সম্পর্কে ভালো মন্তব্য করেছ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর তোমরা যার সম্পর্কে খারাপ মন্তব্য করেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী।’ (সহিহ মুসলিম, হাদিস নং-২০৮৯)

আবুর রাবী আয যাহরানী, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া (রহ.)...আনাস (রা.) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ দিয়ে একটা জানাযা অতিক্রম করল। হাদিসের অবশিষ্ট অংশ আনাসের সূত্রে আবদুল আযীযের হাদিসের অনুরূপ বর্ণনা করা হয়েছে। তবে আবদুল আযীযের হাদিসটি পূর্ণাঙ্গ।’ (সহিহ মুসলিম, হাদিস নং -২০৯০)

শিক্ষা : তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তার ভুলত্রুটি ক্ষমা করে দাও। তার ভালো গুণগুলোর ব্যাপারে মন্তব্য করো। মন্দের মন্তব্য করো না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads