• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
জাকাত আদায় না করার শাস্তি

প্রতীকী ছবি

ধর্ম

জাকাত আদায় না করার শাস্তি

  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

জাবির ইবনে আবদুল্লাহ আনসারী (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, উটের যে কোনো মালিক তার হক (জাকাত) আদায় করবে না, কিয়ামাতের দিন সে উপস্থিত হবে এবং উটগুলোও কয়েকগুণ বড় হয়ে আসবে। অতঃপর তাকে এক সমতল মাঠে উপুড় করে ফেলা হবে। এসব পশু নিজ নিজ পা ও খুর দিয়ে তাকে পদদলিত করতে থাকবে। আর যেসব গরুর মালিক এর হক (জাকাত) আদায় করবে না, কিয়ামাতের দিন ওই গরুগুলো অনেক মোটাতাজা হয়ে আসবে। তাকে এক সমতল মাঠে ফেলে এগুলো তাকে শিং দিয়ে আঘাত করবে এবং পা দিয়ে মাড়াবে। আর যেসব ছাগলের মালিক এর হক আদায় করবে না কিয়ামতের দিন এগুলো অনেক অনেকগুণ বড় দেহ নিয়ে এসে তাকে এক সমতল ময়দানে ফেলে শিং মারতে থাকবে এবং পা দিয়ে মারতে থাকবে আর এগুলোর কোনো একটিও শিংহীন বা শিং ভাঙ্গা হবে না। যেসব ধনাগারের মালিক এর হক আদায় করবে না কিয়ামতের দিন তার গচ্ছিত সম্পদ একটি টাক মাথার বিষধর অজগর সাপ হয়ে মুখ হা করে তার পিছু ধাওয়া করবে।

মালিক পালাবার জন্য দৌড়াতে থাকবে আর  পেছন থেকে ওই সাপ তাকে ডেকে ডেকে বলতে থাকবে তোমার গচ্ছিত সম্পদ নিয়ে যাও। কারণ এগুলো আমার প্রয়োজন নেই। অতঃপর যখন সে (মালিক) দেখবে এ সাপ তাকে ছাড়ছে না, তখন সে এর মুখে নিজের হাত ঢুকিয়ে দিবে। সাপ তার হাত উটের মতো চিবাতে থাকবে। যুবায়র (রা.) বলেন, আমি উবায়দুল্লাহ ইবনে উমায়রকেও এই একই কথা বলতে শুনেছি। অতঃপর আমরা জাবির ইবনে আবদুল্লাহকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনিও উবায়দ বিন উমায়রের অনুরূপ কথা বললেন।’ (সহিহ মুসলিম, হাদিস নং-২১৮৬)

শিক্ষা : জাকাত ফরজ হলে আদায় করতেই হবে। এটা গরিবের হক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads