• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সদকা জাহান্নামের আগুন থেকে হিফাজতকারী

প্রতীকী ছবি

ধর্ম

সদকা জাহান্নামের আগুন থেকে হিফাজতকারী

  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২১

আলী ইবনু হুজ্র আস্ সাদী, ইসহাক্ ইবনু ইবরাহীম ও ‘আলী ইবনু খাশরাম (রহ.) ... ‘আদী ইবনু হাতিম (রাজি.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের প্রত্যেককেই আল্লাহ তায়ালার সাথে কথা বলতে হবে তা এমনভাবে যে, আল্লাহ ও বান্দার মধ্যে কোন দোভাষী থাকবে না। সে ডান দিকে তাকালে তার পৃথিবীতে করা যাবতীয় কাজ দেখতে পাবে। আর বাম দিকে তাকালেও সে তার কৃতকর্ম (ছাড়া আর কিছু) দেখতে পাবে না- যা তার মুখের কাছেই থাকবে। সুতরাং এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ কর। ইবনু হুজ্র (রহ.) ... খায়সামাহ্ (রহ.) থেকে অবিকল বর্ণিত হয়েছে। তবে তার বর্ণনায় ‘একটি পবিত্র এবং ভালো কথার মাধ্যমে হলেও’ কথাটি বর্ধিত বর্ণনা রয়েছে। ইসহাক্ (রহ.) আমর ইবনু মুররাহ্ (রহ.)-এর সূত্রে খায়সামাহ্ (রহ.) থেকে বর্ণনা করেছেন (সহিহ মুসলিম হাদিস নং ২২৩৮)।

আবু বাকর ইবনু আবু শায়বাহ ও আবু কুরায়ব (রহ.) ... আদী ইবনু হাতিম (রাজি.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে মুখ ফিরিয়ে নিলেন এবং চরম অস্বস্তির ভাব প্রকাশ করলেন- ‘তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর।’ তিনি পুনরায় মুখ ফিরিয়ে নিলেন ও এমন ভাব প্রকাশ করলেন যাতে আমাদের মনে হচ্ছিল যে, তিনি তা দেখেছেন। অতঃপর তিনি বলেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর যদি তা এক টুকরা খেজুরের বিনিময়েও হয়। আর যার এ সামর্থ্যটুকু নেই সে যেন ভালো কথার মাধ্যমে তা করে।’ বর্ণনাকারী তিনি বলেন, আবু মু’আবিয়াহ আমার কাছে বলেন এবং আ’মাশ তার কাছে এ হাদিস বর্ণনা করেন (সহিহ মুসলিম হাদিস নং ২২৩৯)।

শিক্ষা : সামর্থ্য অনুযায়ী সদকা করো। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads