• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
আত্মহত্যা ঘৃণিত অপরাধ

প্রতীকী ছবি

ধর্ম

আত্মহত্যা ঘৃণিত অপরাধ

  • প্রকাশিত ১৮ মে ২০২১

মো. এহসানুল হক

আল্লাহ মানুষকে মরণশীল করে সৃষ্টি করেছেন। তিনিই মৃত্যু ঘটান। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে বান্দা স্বাভাবিক মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুকে নিজের হাতে নিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলে। এ কারণে এটি একটি গর্হিত কাজ। আত্মহত্যার মতো জঘন্য অপরাধের প্রবণতা করোনা মহামারীর চেয়েও দ্বিগুণ বেড়েছে। ‘সালিসে মারধর, অপমানে আত্মহত্যা। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে, ক্ষোভে স্কুলছাত্রীর আত্মহত্যা। এনজিওর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা। এক হাজার টাকার জন্য মারধর, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা। ধর্ষণের শিকার হয়ে অপমানে স্কুলছাত্রীর আত্মহত্যা। ঋণের টাকার চাপে ভ্যানচালকের আত্মহত্যা। বাড়ির মালিকের পাওনা টাকার চাপে ভাড়াটিয়ার আত্মহত্যা। চাকরি না পেয়ে আত্মহত্যা। পড়াশোনার খরচ চালাতে ব্যর্থ হয়ে আত্মহত্যা। পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা। খারাপ চেহারার কারণে অপমানে আত্মহত্যা। মায়ের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা। ইত্যাদি শিরোনামে জাতীয় দৈনিকে প্রকাশিত এসব প্রতিবেদন দেখে চোখ কপালে ওঠে। করোনায় মৃত্যুর চেয়ে বাংলাদেশ গত ১০ মাসে বেশি মানুষ আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। পরিসংখ্যান ব্যুরোর চলমান এক জরিপে জানা যায়, চলতি অর্থবছরের ১০ মাসে দেশে আত্মহত্যায় মৃত্যুবরণ করেছেন ১১ হাজার মানুষ। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ২০০ মানুষ।

গত বছরের তুলনায় এবার আত্মহত্যার হার বেড়েছে ১৩ শতাংশ। আত্মহত্যা বা আত্মহনন-এর ইংরেজি হলো (সুইসাইড), অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ। ল্যাটিন ভাষায় সুই সেইডেয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে নিজে হত্যা করা। সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, পরকীয়া সমস্যা, যৌতুক এসব কারণে আশঙ্কাজনক হারে সব বয়সী মানুষের মধ্যে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, আত্মহননকারীদের মধ্যে পারিবারিক সমস্যায় আত্মহত্যা করেছেন ৪১ দশমিক ২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়ে এ পথ বেছে নিয়েছেন ১১ দশমিক ৮ শতাংশ। বৈবাহিক সমস্যাজনিত কারণে ১১ দশমিক ৮ শতাংশ। বিবাহ বহির্ভূত গর্ভধারণের কারণে ১১ দশমিক ৮ শতাংশ। স্বামী নির্যাতনে ৫ দশমিক ৯ শতাংশ। আর সরাসরি অর্থকষ্টে ৫ দশমিক ৯ শতাংশ। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সূত্র বলছেন, মার্চ ২০২০ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন ১ হাজার ১৭ জন মানুষ। অন্যদিকে ২০১৯ সালের জুন থেকে ফেব্রুয়ারি ২০২০ এই নয় মাসে এ সংখ্যা ছিল ৯৪০। অর্থাৎ করোনার নয় মাসে আত্মহত্যার হার ১৩ শতাংশ বেড়েছে। আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়।

ইসলামের দৃষ্টিতে ইসলামে আত্মহত্যা মহাপাপ পবিত্র কোরআন মাজীদে মহান আল্লাহতায়ালা আত্মহত্যাকে হারাম ঘোষণা করেছেন। এর জন্য পরকালে রয়েছে ভয়াবহ শাস্তি। মহান আল্লাহতায়ালা এরশাদ করেছেন, ‘আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহতায়ালা তোমাদের প্রতি দয়ালু।’ (সুরা নিসা, আয়াত-২৯) ‘তারপরও যে সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ (আত্মহত্যা) করবে, তাকে খুব শিগগিরই আগুনে নিক্ষেপ করা হবে, এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য।’ (সুরা নিসা, আয়াত-৩০) আল্লাহপাক আরো এরশাদ করেন, ‘তোমরা তোমাদের নিজের জীবনকে ধ্বংসের (আত্মহত্যা) সম্মুখীন করো না।’ (সুরা বাকারা, আয়াত-১৯৫) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে অনুরূপভাবে আত্মহত্যা করতেই থাকবে এবং এটিই হবে তার স্থায়ী বাসস্থান। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, তার বিষ তার হাতে থাকবে, জাহান্নামে সে সর্বক্ষণ বিষ পান করে আত্মহত্যা করতে থাকবে। আর এটা হবে তার স্থায়ী বাসস্থান। আর যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সে লৌহাস্ত্রই তার হাতে থাকবে। জাহান্নামে সে তা নিজ পেটে ঢুকাতে থাকবে, আর সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে।’ (বুখারি, হাদিস নং-২৪৩১)

হজরত জুন্দুব বিন আব্দুল্লাহ (রা.) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন-‘একজন ব্যক্তি জখম হলে, সে (অধৈর্য হয়ে) আত্মহত্যা করে। এর প্রেক্ষিতে আল্লাহ বললেন আমার বান্দাহ আমার নির্ধারিত সময়ের আগেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। আমি তার ওপর জান্নাত হারাম করে দিলাম।’ (বুখারি, হাদিস নং-১৮২৪) সামগ্রিকভাবে আত্মহত্যা ঠেকানোর জন্য পরিবার এবং সমাজকে প্রধান দায়িত্ব পালন করতে হবে। আত্মহত্যার মতো মহাপাপ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন।

লেখক : মুফতি, ও প্রিন্সিপাল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল মৌলভীবাজার

ahsanbinmujahir@gmail.com

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads