• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
জিমেইলে আসছে অফলাইন মোড

ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

জিমেইলে আসছে অফলাইন মোড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

গুগলের জনপ্রিয় ইমেইল সেবা জিমেইলে সম্প্রতি বড় পরিবর্তন এসেছে। ডিজাইনের পরিবর্তনের পাশাপাশি যুক্ত করা হয়েছে বেশকিছু নতুন ফিচার। এর মধ্যে অন্যতম একটি হলো অফলাইন মোড। অর্থাৎ ইন্টারনেট না থাকলেও ইমেইল পড়া যাবে, রিপ্লাই দেওয়া যাবে এমনকি মুছেও ফেলা যাবে।

অফলাইন মোড সুবিধায় যখন সঙ্গে সংযোগ থাকবে না, তখন কোনো ইমেইল পাঠালে বা রিপ্লাই দিলে কিংবা অন্যকিছু করলে সেটি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়া পর্যন্ত। অর্থাৎ ইন্টারনেট না থাকলে যদি একজন ব্যবহারকারী কোনো ইমেইল পাঠায়, তাহলে ইন্টারনেট পাওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ইমেইলটি চলে যাবে।

এ সুবিধাটি পেতে চাইলে প্রথমেই অপশন থেকে Try new gmail option ফিচারটি চালু করে নিতে হবে। এরপর সেটিংস অপশন থেকে Offline ট্যাবে ক্লিক করে ফিচারটি চালু করে নেওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads