• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
ছেলের এনগেজমেন্টে নেচে তাক লাগিয়ে দিলেন নীতা

ছেলের এনগেজমেন্ট পার্টিতে নেচে তাক লাগিয়ে দেন নীতা আম্বানি

ছবি : ইনস্টাগ্রাম

শোবিজ

ছেলের এনগেজমেন্টে নেচে তাক লাগিয়ে দিলেন নীতা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুন ২০১৮

কয়েক মাসের মধ্যেই ছেলের বিয়ে হতে চলেছে মুকেশ ও নীতা আম্বানি দম্পতির। ৫৪ বছর বয়সী নীতা ছেলের এনগেজমেন্ট পার্টিতে নেচে তাক লাগিয়ে দেন আমন্ত্রিত অতিথীদের। আর সেই পারফরম্যান্সের ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।

গত বৃহস্পতিবার বিকেলে মুম্বাইতে নীতা এবং অনিলের বড় ছেলে আকাশের এনগেজমেন্ট পার্টি ছিল। সেখানেই বলিউড গানের তালে পারফর্ম করেন নীতা আম্বানি।

দীর্ঘদিন ভারতনাট্যমের চর্চা করেছেন নীতা। তালিম নিয়েছেন বিভিন্ন নৃত্যশিল্পীর কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইনার মেরুন শাড়ি পরেছিলেন তিনি। পার্টিতে শাহরুখ খান, গৌরী খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, আলিয়া ভাট্ট, রণবীর কাপুরের মতো এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। সকলেই নীতার পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন।

মুকেশ এবং নীতা আম্বানির বড় ছেলে আকাশের হবু বউ তারই স্কুলের বান্ধবী শ্লোক মেহতা। ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন আকাশ এবং শ্লোক। সম্পর্ক আগে থেকেই ছিল। এই বিয়ের ফলে আরও ঘনিষ্ঠ বন্ধনে বাঁধা পড়ছে মুকেশ আম্বানি ও নীরব মোদীর পরিবার।

হীরক ব্যবসায়ী রাসেল ও মোনা মেটার ছোট মেয়ে শ্লোক। মোনার ভাইয়ের স্ত্রী পূর্বী আসলে নীরবের বোন। অর্থাৎ, আকাশ অম্বানীর মামীশাশুড়ি হবেন তিনি। যে হীরা শিল্পপতিকে নিয়ে কিছুদিন আগেও দেশের অর্থনীতি তোলপাড় হয়েছে, তার পরিবারের সঙ্গে অম্বানীদের এই ‘রত্নখচিত’ বন্ধন নিয়ে শুরু হয়েছে চর্চা।

২৭ বছর বয়সী শ্লোকের সাথে আকাশের পরিচয় হয় মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে। আর সেখান থেকেই প্রেম।

২০০৯ সালে স্কুল পর্বে ইতি টেনে শ্লোক পাড়ি দেন আমেরিকা। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে নৃতত্ব নিয়ে পড়াশোনা শুরু করেন। পরে লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্স থেকে মাস্টার্স করেন।

বিয়ের জন্য ইতিমধ্যেই মুম্বাইয়ের ওবেরয় হোটেল বুক হয়ে গিয়েছে। ডিসেম্বরের ৮ থেকে ১২ টানা পাঁচ দিনের জন্য চলবে অম্বানী এবং মেহতা পরিবারের পুত্র কন্যার বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads