• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
মহাখালীতে হচ্ছে স্টার সিনেপ্লেক্স

সংগৃহীত ছবি

শোবিজ

মহাখালীতে হচ্ছে স্টার সিনেপ্লেক্স

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

দর্শকের চাহিদার ভিত্তিতে এবার মহাখালীর এসকেএস টাওয়ারে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের আরেকটি মাল্টিপ্লেক্স। সম্প্রতি শো-মোশন লিমিটেড এবং এসকেএস টাওয়ার কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে মাল্টিপ্লেক্স স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন শো-মোশন লিমিটেডের (স্টার সিনেপ্লেক্স) চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

তিনি জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হবে। আগামী বছরের মে মাস নাগাদ চালু হবে মাল্টিপ্লেক্সটি।

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। এ মাসে চালু হতে যাচ্ছে ঢাকার সীমান্ত স্কয়ারে আরেকটি মাল্টিপ্লেক্স। ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরো ২০টি হল নির্মাণ এবং ধারাবাহিকভাবে দেশব্যাপী ১০০টি হল নির্মাণের পরিকল্পনাও রয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads