• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
সেন্সর ছাড়পত্র পেল ‘জন্মভূমি’

ছবি : সংগৃহীত

শোবিজ

সেন্সর ছাড়পত্র পেল ‘জন্মভূমি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

রোহিঙ্গাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান, গত ২০ নভেম্বর বিনা কর্তনে এটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা-নাট্যকার রওনক হাসান ও মডেল সায়রা জাহান। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রওনক। তার নায়িকা হিসেবে সঙ্গে আছেন সায়রা।

গল্পে দেখা যাবে রওনক ও সায়রা দুজনই রোহিঙ্গা। তবে রওনক ১০ বছর আগে বাংলাদেশে এসেছেন। তাই এবারের রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর থেকে তিনি নতুন রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। যেখানে তার পরিচয় হয় তরুণী রোহিঙ্গা সায়রার সঙ্গে।

ছবিটি সম্পর্কে রওনক হাসান বলেন,  প্রত্যেক মানুষেরই তার জন্মভূমিতে বাঁচা ও মৃত্যুর অধিকার আছে। তা সে যে দেশেরই হোক। এই চলচ্চিত্রটি রোহিঙ্গাদের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সমগ্র পৃথিবীর জন্যই এ ছবিটি প্রাসঙ্গিক। এখানে প্রেম আছে, দেশপ্রেম আছে, আছে মানবিকতাও।

শিগগিরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রসূন রহমান।

গত ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এর কাজ চলেছে। এ ছাড়া বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে নাফ নদীতে। যে পথ দিয়ে রোহিঙ্গারা উখিয়ায় ঢুকেছে। ছবিটি নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads