• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
গাজী আনাসের কণ্ঠে ‘এলান’

ছবি : সংগৃহীত

শোবিজ

গাজী আনাসের কণ্ঠে ‘এলান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

প্রতিশ্রুতিশীল গায়ক গাজী আনাস রাওশানের কণ্ঠে ‘এলান’ শিরোনামে একটি মরমী গান প্রকাশিত হয়েছে। ‘একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেক-তৈরি রেখ কবরের মাল সামান’ এমন কথামালায় হেভেন টিউন স্টুডিও লাইভের ব্যানারে প্রকাশিত গানটি রচনা ও সুরারোপ করেছেন আবদুল কাদির হাওলাদার। গাজী আনাস রাওশানের নির্দেশনায় গানটির ভিডিওতে অভিনয় করেছেন মাহবুব তমাল, আবদুল কাদির হাওলাদার, হাসিবুর রহমানসহ অনেকে।

গানটি সম্পর্কে গাজী আনাস রাওশান বলেন, ‘মহান রাব্বুল আলামিনের অপার করুণা ও রহমতের আধার হিসেবে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। তার সঙ্গে দেওয়া সৎ কর্মের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে জীবন অতিবাহিত করার মাধ্যমে আশরাফুল মাখলুকাত নামের পরিচয় বহন করে। কিন্তু কেউ কেউ মহান আল্লাহর আদেশের কথা ভুলে গিয়ে বিবেক-গর্হিত কাজ করে পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তোলে। জন্মের সঙ্গে চিরন্তনভাবে সম্পর্কযুক্ত মৃত্যুর কথা ভুলে গিয়ে তারা হরহামেশাই অন্যায় কাজে লিপ্ত থাকে, পাপের পাহাড় গড়তেও তারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। কিন্তু একদিন বিদায়ের লগ্ন আসে। ভবলীলা সাঙ্গ করে প্রাণপাখি অসীম শূন্যে পাড়ি জমায়, মহল্লার মসজিদে হয় নাম ঘোষণা- ‘এলান’। চার বেহারার পালকি চড়ে মাটির কবরের দিকেই হয় তার অন্তিম শয়ন। এই চিরসত্য বক্তব্যটিকেই গানটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। গানটি শুনে কোনো ব্যক্তি যদি পাপাচার থেকে বিরত থেকে সৃষ্টির কল্যাণে নিয়জিত হয়, তবেই আমার শ্রম সার্থক হবে বলে আমি আশাবাদী।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads