• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
অনলাইনে তুরস্কের ‘জান্নাত’

সংগৃহীত ছবি

শোবিজ

অনলাইনে তুরস্কের ‘জান্নাত’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

বাংলায় ডাবিং তুর্কি মেগা সিরিয়াল ‘জান্নাত’ প্রচার হচ্ছে এটিএন বাংলায়। সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘জান্নাত’। দর্শকের চাহিদার কথা চিন্তা করে এবার অনলাইনে প্রচার শুরু হচ্ছে সিরিয়ালটির।

গতকাল রাজধানীর একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান সুরেজ ফিল্ম। এটি পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। ডেইলি সোপ ‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে বঙ্গবিডি। এর ডাবিং করেছে প্ল্যাটফর্ম। ডাবিং প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন ‘সুলতান সুলেমান’খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে ভি থ্রি কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড। ভি থ্রি কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় অনলাইনে সিরিয়ালটি প্রচার করবে বঙ্গবিডি ডটকম।

‘জান্নাত’-এর কাহিনী আবর্তিত হয়েছে এক এতিম মেয়ের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পায়, তখন ভাবে অবশেষে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হতে শুরু করেছে, সাফল্য ধরা দিতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি হতে থাকে। তার অজানা অতীত ফিরে আসে তার এই জীবনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads