• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
শুভ জন্মদিন সুবর্ণা মুস্তাফা

নাট্যাভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

ছবি : বাংলাদেশের খবর

শোবিজ

শুভ জন্মদিন সুবর্ণা মুস্তাফা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

নাট্যাভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই তার। থাকছে না কোনো চ্যানেলের সরাসরি অনুষ্ঠানও। জন্মদিনের পুরো সময়টা তিনি থাকবেন রেডিও ভূমিতে। সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলার আপডেট জানাবেন সুর্বণা। এরপর বাকি সময় তিনি রাজধানীর উত্তরার নিজ বাসভবনে সময় কাটাবেন নিজের মতো করেই। জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে এমনটাই জানান এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘ছোটবেলার জন্মদিনের সময়টাকে মিস করি এটা সত্যি। কিন্তু ছোটবেলায় জন্মদিন উদযাপনের সুযোগ পেতাম না। কারণ পরীক্ষা থাকত আমার জন্মদিনের সময়টাতে। এটা সত্যি যে, আব্বা-আম্মাকে খুব মিস করি জন্মদিন এলে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

এদিকে গতকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে সুবর্ণা মুস্তাফার উপস্থাপনায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ‘আনে মুক্তি আলো আনে’। আগামী বিজয় দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন সুবর্ণা মুস্তাফাকে নিয়ে বিশেষ নাটক ‘অপেক্ষা’। সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেছেন। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে অভিনয়ে দেখা যায়নি। আজাদ আবুল কালাম রচিত এবং আফসানা মিমি ও বদরুল আনাম সৌদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডলস হাউজ’-এ অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। এ নাটকেই প্রথম সুবর্ণা সৌদের নির্দেশনায় অভিনয় করেন। এরপর বদরুল আনাম সৌদের রচনায় ও নির্দেশনায় সুবর্ণা মুস্তাফা অভিনয় করেন ধারাবাহিক নাটক ‘সীমান্ত’, ‘উপসংহার’, ‘গহীনে’, ‘গ্রন্থিক গণকহে’, ‘এলেবেলে’, ‘কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা’, ‘পিঞ্জর’, ‘ঘোড়ার চাল আড়াই ঘর’, ‘অন্তর্যাত্রা’ ইত্যাদিতে। সৌদের নির্দেশনায় সুবর্ণা মুস্তাফাকে দেখা গেছে খণ্ড নাটক ‘চিকিৎসক রশিদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা’, ‘খণ্ড গল্প ১৯৭১’সহ প্রায় ১৫টি নাটকে। সুবর্ণা মুস্তাফা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ঘুড্ডি’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘রাক্ষস’, ‘কমান্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী, ‘দূরত্ব’ ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads