• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
বিরতির পর

ফারহানা মিলি

ছবি : সংগৃহীত

শোবিজ

বিরতির পর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৮

ক্যারিয়ারের শুরুর দিকে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন ফারহানা মিলি। তারপর ফারহানা মিলি আরো কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। দীর্ঘদিন পর একটি ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেলেন তিনি। পূজা রোজারিওর নির্দেশনায় আরএফএল’র বেবী ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

ফারহানা মিলি ও তার সঙ্গে ছোট্ট একটি শিশুর অনবদ্য অভিনয়ে বিজ্ঞাপনটি হয়ে উঠেছে বেশ নান্দনিক, এমনটাই জানালেন ফারহানা মিলি। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘ভালো কনসেপ্টের বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ তো সব সময়ই থাকে। কিন্তু সব সময় আসলে ব্যাটে বলে হয়ে ওঠে না। পূজা রোজারিও বেশ ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি আশাবাদী।’
বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে এরই মধ্যে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন ফারহানা মিলি। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য মিলি সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়া তার অভিনীত শাহীন পরিচালিত ‘সোনাভান’ ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে। প্রচার শেষ হয়েছে সঞ্জিত সরকারের ‘মজনু একজন পাগল নহে’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’ ধারাবাহিক দুটি। আগামী ৫ ডিসেম্বর ফারহানা মিলি বাংলাদেশ টেলিভিশনের জন্য পান্থ শাহরিয়ারের রচনায় একটি খণ্ড নাটকের কাজ করবেন। এরই মধ্যে আরটিভিতে প্রচারিত হয়েছে সঞ্জিত সরকারের নির্দেশনায় নির্মিত খণ্ড নাটক ‘শেষ দেখার পরে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads