• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
চিরনিদ্রায় শায়িত আনোয়ার হোসেন

চিত্রগ্রাহক আনোয়ার হোসেন

সংগৃহীত ছবি

শোবিজ

চিরনিদ্রায় শায়িত আনোয়ার হোসেন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৮

চিরনিদ্রায় শায়িত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। গতকাল বাদ জোহর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করা হয় তাকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন।

এর আগে জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় আনোয়ার হোসেনের মরদেহ। পৌনে একটা পর্যন্ত সেখানে রাখা হয় তাকে। তার প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজির হন সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন স্তরের লোকজন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার দুই ছেলে আকাশ হোসেন ও মেঘদূত হোসেন এবং পরিবারের অন্য সদস্যরা। পরে শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয় আনোয়ার হোসেনের মরদেহ। সেখানে নেওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

গত ১ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষ থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭০ বছর বয়সী আনোয়ার হোসেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads