• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
নতুন ধারাবাহিকে চঞ্চল-খুশী

চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশী

ছবি : সংগৃহীত

শোবিজ

নতুন ধারাবাহিকে চঞ্চল-খুশী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৮

ছোটপর্দার জনপ্রিয় জুটি চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশীকে নিয়ে নতুন ধারাবাহিক নির্মাণ করেছেন সকাল আহমেদ। বৃন্দাবন দাসের রচনায় ‘ভদ্রপাড়া’ শিরোনামের ধারাবাহিকে দেখা যাবে তাদের। নাটকটির ২৬ পর্বের চিত্রায়ণে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশী।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘শুরুতেই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা আমার এবং শাহানাজ খুশীর নাটক আগ্রহ নিয়ে দেখেন। দর্শকের আগ্রহের কারণেই আমরা একসঙ্গে কাজ করি। একজন শিল্পীর বা জুটির দর্শকের কাছে চাহিদা তৈরি হওয়া ভাগ্যের ব্যাপার। সকাল আহমেদের নির্দেশনায় কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। বৃন্দাবন দাদার গল্পে কোনো না কোনো বার্তা থাকে। এই ধারাবাহিকেও তা আছে। সকাল আহমেদ অনেক যত্ন নিয়েই ধারাবাহিকটি নির্মাণ করেছেন। যে কারণে এই ধারাবাহিক নিয়ে আমার নিজের মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। আমি সমসাময়িক যে ক’টি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি তার মধ্যে ভদ্রপাড়া অন্যতম ভালো একটি নাটক। দর্শককে বলব অবশ্যই আপনারা নাটকটি দেখবেন।’

শাহানাজ খুশী বলেন, ‘সকাল আহমেদের প্রতি কৃতজ্ঞতা এমন সুন্দর একটি গল্প নিয়ে মনের মাধুরী দিয়ে যত্ন নিয়ে কাজটি করেছেন। সত্যি বলতে কী অনেক বিতর্কিত বিষয় নিয়ে, অহেতুক বিষয় নিয়ে এখন অনেক নাটক নির্মিত হচ্ছে। এমন সময়ে সুস্থ বিনোদন দেবার লক্ষ্যে বৃন্দাবন দাস ভদ্রপাড়া নাটকটি রচনা করেছেন, নির্মাণ করেছেন সকাল। আমার বিশ্বাস এই ধারাবাহিক দেখে দর্শক বিনোদিত হবেন, আবার দর্শকের মনের মধ্যে ভাবনার সৃষ্টি করবে। দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার এবং চঞ্চলের নাটকের প্রতি সব সময়ই আগ্রহ প্রকাশ করে আসছেন।’

নির্মাতা সকাল আহমেদ জানান ‘অনফোকাস’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন কাজী রিয়াজ হোসেন নয়ন। নতুন বছর ফেব্রুয়ারি থেকে বাংলাভিশনে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে ধারাবাহিক নাটকটির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads