• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
সোমবার আসছে আমজাদ হোসেনের মরদেহ

চলচ্চিত্রকার আমজাদ হোসেন

সংগৃহীত ছবি

শোবিজ

সোমবার আসছে আমজাদ হোসেনের মরদেহ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০১৮

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ আগামীকাল সোমবার ঢাকায় নিয়ে আসা হবে।

আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে বাবার মরদেহ ঢাকায় আনার আগে, সেখানের কিছু আনুষ্ঠানকতা আছে যা শেষ করতে সময়ের প্রয়োজন ছিল। আমরা আশা করি, সোমবার বাবার মরদেহ ঢাকায় নিয়ে আসতে পারব। ব্যাংককে রোববার হলিডে থাকার কারণে, এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি এখনও নিশ্চিত করতে পারছি না। সোমবার দুপুরে সম্ভব না হলেও, আশা করি রাতের ফ্লাইটে বাবার মরদেহ দেশে আনতে পারব।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ বর্তমানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককে চিকিৎসাধীন দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, গত ১৮ নভেম্বর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads