• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
আমজাদ হোসেনের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

শোবিজ

জামালপুরে আজ দাফন

আমজাদ হোসেনের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

বরেণ্য চলচ্চিকার আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, পরিচালক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলা একাডেমি, প্রাচ্যনাট, সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযোদ্ধা ৭১, টেলিভিশন প্রডিউসার অ্যাসোশিয়েশন, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ।

এরপর আমজাদ হোসেনকে নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি প্রাঙ্গণে। গতকাল দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে রাখা হয় তাকে। তথ্য মন্ত্রণালয় এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, চিত্রনায়ক আলমগীর, ফারুক, ববিতা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, সুচরিতা, এটিএম শামসুজ্জামান, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, সাইমন সাদিক, বাপ্পারাজ, আরিফিন শুভসহ আরো অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আমজাদ হোসেনের প্রথম জানাজা।

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে। দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। দ্বিতীয় জানাজা শেষে জামালপুর নিয়ে যাওয়া হয় আমজাদ হোসেনের মরদেহ। তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবার কবরেই দাফন করা হবে তাকে। আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে তার শেষ জানাজার নামাজ। তারপরই বাবার কবরে দাফন করা হবে আমজাদ হোসেনকে। এমনটাই জানিয়েছেন তার পুত্রবধূ রাশেদা আক্তার লাজুক।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমজাদ হোসেনের মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার আদাবরের বাসায়। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় তার মরদেহ।

গত ১৮ নভেম্বর নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। অবস্থার উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেওয়া হয়। গত ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের স্থানীয় সময় ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads