• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
১৪ বছরে বৈশাখী টেলিভিশন

ছবি : সংগৃহীত

শোবিজ

১৪ বছরে বৈশাখী টেলিভিশন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৮

পথচলার ১৪ বছরে পদার্পণ করল বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় চ্যানেলটির। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে আজ বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান দিয়ে।

সরাসরি সম্প্রচারিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘১৪ বছরে বৈশাখী’ শুরু হবে সকাল ৮টা ২৫ মিনিটে। আফরিন অথৈ ও তাসনুভা মোহনার উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান গাইবেন ১৭ জন কণ্ঠশিল্পী। অনুষ্ঠানটি চলবে দুপুর ২টা পর্যন্ত। রাতে প্রচার হবে তিনটি একক নাটক। রাত ৮টায় রয়েছে পার্থ বড়ুয়া, তিশা, মইন অভিনীত ‘স্বপ্নযাত্রা’। মহিউদ্দিন আহমেদের চিত্রনাট্য ও সংলাপ রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। রাত ৯টায় প্রচার হবে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার অভিনীত অ্যাকশন নাটক ‘ফুড স্টেশন অ্যাটাক’। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। রাত ১১টায় প্রচার হবে গ্যাঁড়াকল। সঞ্জয় সমদ্দারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, সজল, পিয়া বিপাশা, জোভান, জামিল হোসেন প্রমুখ।

১৪ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের জন্য আজ বড়ই আনন্দের দিন। ১৩টি বছর পেরিয়ে আসা একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথপরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, এখনো যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads