• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
আলোচিত নায়িকা

ছবি : বাংলাদেশের খবর

শোবিজ

ফিরে দেখা ২০১৮

আলোচিত নায়িকা

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০১৮

চলতি বছর ঢালিউডের বাসিন্দাদের কাছে তেমন একটা সুখকর ছিল না। একের পর এক ফ্লপ ছবির মহড়া, ব্যবসায়িক মন্দা, লগ্নিকারকের অভাব সব মিলিয়ে কঠিন সময় পার করল ঢালিউড। এ রকম পরিস্থিতিতেও ঢালিউডের অনেক নায়িকা উপহার দিয়েছেন ব্যবসাসফল ছবি। অভিনয় করেছেন নান্দনিকভাবে। এ বছরের আলোচিত নায়িকাদের খোঁজ জানাচ্ছেন সালেহীন বাবু-

জয়া আহসান

দুই বাংলায় এই বছরটা ছুটেছেন জয়া আহসান। দুই বাংলাতেই মুক্তি পেয়েছে তার ছবি। সেগুলো প্রশংসায় ভেসেছে, আলোচনায় এসেছে। জয়ার গ্রহণযোগ্যতা বেড়েছে আরো। ‘দেবী’ ছবিটি প্রযোজনা করে  অভিষিক্ত জয়া প্রমাণ করেছেন ‘যে রাঁধতে পারে, সে চুলও বাঁধতে পারে।’ এ ছাড়া নায়িকা হিসেবে ক্যারিয়ারের শেষ বয়সে নিজের অভিনয়ে যে বৈচিত্র্য তিনি এনেছেন, তাতে দর্শক এক কথায় মাত হয়েছে।

বুবলী

ব্যবসাসফল নায়িকাদের তালিকায় শীর্ষ আরেকটি নাম শবনম ইয়াসমীন বুবলী। ২০১৮ সালে শাকিব খানের বিপরীতে তার তিনটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। এই তিন ছবির মধ্যে ব্যবসায়িক সাফল্য পেয়েছেন বুবলী ‘সুপার হিরো’ ও ‘ক্যাপ্টেন খান’ ছবিতে।

পূজা চেরী

সেরা অভিনেত্রীর দৌড়ে পূজা চেরী এগিয়ে আছেন বেশ। বছরের সবচেয়ে ব্যবসাসফল ও আলোচিত দুই ছবির নায়িকা পূজা চেরী। তার ‘পোড়ামন-২’ ছবিটিকে বছরের সেরা সফল ছবি বলা হচ্ছে। বুবলীর ‘সুপার হিরো’র পর তৃতীয় অবস্থানে থাকা ‘দহন’ ছবিরও নায়িকা তিনি। নতুন একজন নায়িকার ঢালিউড রাজ্যের রানী হওয়া ইতিহাস বৈকি ! অভিষেকের বছরেই ব্যবসার সাফল্যে ছাড়িয়ে গেছেন অন্য সকল নায়িকাদের। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিগুলোয় অভিনয় দিয়েও প্রশংসিত হয়েছেন পূজা। 

মাহিয়া মাহী

এই বছর মাহিয়া মাহি অভিনীত মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আছে ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘জান্নাত’ এবং ‘মনে রেখ’। তিন ছবির মধ্যে মাহি সেরা সাফল্যটা পেয়েছেন ঈদুল আজহা মাতানো ‘জান্নাত’ সিনেমা দিয়ে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি দর্শক হলে টেনেছিল। আর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটিও ব্যবসায়িক দিক থেকে সফল বলে দাবি করেছেন ছবিটির প্রযোজক। সেদিক থেকে চলতি বছরে দুই ছবির সফল নায়িকা মাহি তার ক্যারিয়ার চাঙ্গা রেখেছেন।

পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে এবার। সে ছবির নাম ‘স্বপ্নজাল’। এটি মুক্তি পেয়েছে ২৭ এপ্রিল। এই ছবিটি দিয়ে প্রায় ৯ বছর পর সিনেমা নির্মাণে ফেরেন ‘মনপুরা’খ্যাত গিয়াস উদ্দিন সেলিম।

‘স্বপ্নজাল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। ব্যবসায়িক সাফল্যে খুব একটা ‘সাবাশি’ না পেলেও এই ছবিটি পরীমনির ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছে। দর্শক ও চলচ্চিত্রের মানুষরা পরীর অভিনয় দক্ষতার প্রশংসায় হয়েছিলেন পঞ্চমুখ।

মিম

এই সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এই বছর ফেব্রুয়ারিতে মুক্তি পায় তার ‘আমি নেতা হব’ সিনেমাটি। এতে মিমের নায়ক ছিলেন শাকিব খান। বেশ বড় পরিসরে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু নির্মাণ ও গল্পের দুর্বলতা ছবিটিকে ভুগিয়েছে।

এরপর চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় মিমের ‘সুলতান’ ছবিটি। কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে এই ছবি দিয়ে খানিকটা সাফল্যের দেখা পেয়েছেন মিম। তবে ছবিতে নায়িকার চরিত্রের ব্যাপ্তি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তার অনেক ভক্তই। মিমকে নতুন বছরে আরো দুর্দান্ত সাফল্যে দেখার অপেক্ষায় তারা।

ববি

গত ১৩ এপ্রিল ‘বিজলী’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর নায়িকা ববি। ছবিতে সুপার ওম্যানের চরিত্রে দেখা গেছে তাকে। গ্ল্যামার আর অ্যাকশান দিয়ে মাতিয়েছেন তিনি।

প্রত্যাশা অনুযায়ী ছবিটি ব্যবসা করতে না পারলেও নারী-প্রধান চলচ্চিত্রের অনুপ্রেরণা হিসেবে ‘বিজলী’র নাম থাকবে অনেক দিন। মজার ব্যাপার হলো, ছবিতে অভিনয়ের পাশাপাশি এর প্রযোজনাও করেছেন ববি। এই ছবি দিয়েই অভিষেক ঘটল প্রযোজক ববির।

ছবিতে ববির নায়ক কলকাতার রণবীর। আরো অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ কলকাতার শতাব্দী রায় প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads