• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
যাত্রাপালা নিয়ে কাজ করতে চাই

অরুণা বিশ্বাস

ছবি : সংগৃহীত

শোবিজ

যাত্রাপালা নিয়ে কাজ করতে চাই

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

আমাদের দেশের যাত্রাশিল্পের অগ্রপথিক ‘যাত্রা সম্রাট’ অমলেন্দু বিশ্বাসের কন্যা অরুণা বিশ্বাস। নিজ নামেই যিনি বাংলা ভাষাভাষী দর্শকের কাছে হয়ে উঠেছেন অনন্য তার অভিনয়শৈলী দিয়ে। মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন বেশ কিছুদিন।

নির্বাচন শেষ। এবার কাজে নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। তবে নাটক-সিনেমাতে অভিনয় নিয়ে আপাতত কিছু ভাবছেন না বলে জানিয়েছেন তিনি। নিজের খুব পছন্দের জায়গা যাত্রাপালা নিয়ে কিছু কাজ করার কথা জানিয়েছেন অরুণা।

তিনি বলেন, ‘অভিনয় বলতে একটা সময় যাত্রাপালাই ছিল বাংলাদেশি সংস্কৃতির একটি অংশ এবং ঐতিহ্য। যাত্রা করেই অনেক অভিনয়শিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন । কিন্তু বর্তমানে যাত্রাপালা হারিয়েই গেছে । আমি যাত্রাপালা নিয়ে কাজ করতে চাই। আমার নিজ এলাকা মানিকগঞ্জে প্রথম যাত্রাপালার কাজ শুরু করব। আমার ইচ্ছে আছে বঙ্গমাতা ফজিলাতুননেছার ওপর একটি যাত্রা করব। আমার স্বপ্ন বাংলাদেশের সব এলাকাতে আবারও যাত্রা শুরু হবে। আমিই তা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাব।’

আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় অরুনা বিশ্বাস প্রথম অভিনয় করেন বাংলাদেশ বেতারের একটি নাটকে। এরপর তিনি জিয়া আনসারীর নির্দেশনায় নরেশ ভূঁইয়ার লেখায় ‘এখানেই জীবন’ নাটকে অভিনয় করেন। এর পরপরই প্রয়াত পরিচালক জহিরুল হক অরুনা বিশ্বাসকে পরিচয় করিয়ে দেন নায়করাজ রাজ্জাকের সঙ্গে। নায়করাজ অরুনাকে দেখার পর বাপ্পারাজের সঙ্গে জুটি করে নায়করাজ নির্মাণ করেন ‘চাপাডাঙ্গার বউ’ চলচ্চিত্রটি। এই ছবি দিয়েই চলচ্চিত্রের দর্শকের মনে ঠাঁই করে নেন অরুনা বিশ্বাস ও বাপ্পারাজ।

তার নির্মিত খণ্ড নাটকগুলো সুশীল সমাজে আলোচিত হয়েছে। ১৯৮৩ সালে টাংগাইল এর ভারতেশ্বরী হোমস থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইডেন কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৮৭ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads