• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
‘তিন বিষয়ে কোনো ছাড় নয়’- তিশা

ছবি : সংগৃহীত

শোবিজ

‘তিন বিষয়ে কোনো ছাড় নয়’- তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০১৯

গেল সপ্তাহে মুক্তি পেয়েছে তিশা অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি। তৌকীর আহমেদ পরিচালিত এই ছবিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এই ছবির রেশ কাটতে না কাটতেই তিশা অভিনীত আরো একটি ছবি সেন্সরে যাওয়ার পথে। জনপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরীর দ্বিতীয় ছবি ‘মায়াবতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

মায়াবতীতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘গল্প, চরিত্র, নির্মাতা এই তিনটি বিষয়ে আমি কখনো ছাড় দেই না। মায়াবতী ছবির শক্তি আমাদের পরিচালক অরুণ দা’র গল্প। আমার মন ছুঁয়ে গেছে। আমি নিশ্চিত এই গল্পের সঙ্গে যেকোনো বয়সের, যেকোনো শ্রেণির দর্শকই একাত্ম হতে পারবেন।’

এরই মধ্যে গত ২০ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। দিনব্যাপী নানা আয়োজনের ফাঁকেও ব্যস্ততম তিশা সন্ধ্যায় তার নতুন চলচ্চিত্র ‘মায়াবতী’র ডাবিংয়ের কাজে অংশ নেন। কারণ তিশাকে চমকে দেওয়ার জন্যই এই বিশেষ দিনে ডাবিংয়ের শিডিউল রেখেছিলেন নির্মাতা।

এর আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অস্তিত্ব, রানা পাগলা, ডুব, হালদা, ফাগুন হাওয়ায় চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন তিশা।

এই ছবিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

উল্লেখ্য, ‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহানের সঙ্গে ‘মায়াবতী’-ই তিশার প্রথম ছবি। ছবিতে ইয়াশ ‘ইকবাল’ চরিত্রে এবং তিশা অভিনয় করেছেন ‘মায়া’ চরিত্রে। পরিচালক সূত্রে জানা গেছে, আনোয়ার আজাদ ফিল্ম প্রযোজিত ‘মায়াবতী’র শুটিং শুরু হয় ডিসেম্বরে। সব কাজ শেষ করে আসছে মার্চেই সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্রুতই প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন ‘মায়াবতী’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads