• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
বিরতির পর প্রসূন

প্রসূন আজাদ

ছবি : সংগৃহীত

শোবিজ

বিরতির পর প্রসূন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৯

২০১২ সালে লাক্স-সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া ভুবনে পা রাখেন প্রসূন। স্বল্প সময়ের ব্যবধানে অভিনয়গুণ ও রূপের জাদুতে দর্শক ও নির্মাতাদের মন জয় করে নেন। তবে শুরু থেকেই প্রেম-ভালোবাসা, বিয়ে, বিয়ে বিচ্ছেদ এবং নানান খামখেয়ালিপনার দরুন স্বপ্ন যেন ক্রমেই দূরে সরে যায়। মিডিয়া থেকেও ছিটকে পড়েন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর সম্প্রতি কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

নুরুল আলম আতিকের পরিচালনাধীন মানুষের বাগান নামে একটি সিনেমায় এখন অভিনয় করছেন তিনি। প্রসূন বলেন, টিভি নাটকে এখন গতানুগতিক চরিত্র বেশি। তাই চলচ্চিত্রে ব্যস্ত হতে চাই। নতুন কয়েকটি ছবির বিষয়ে আলোচনা হচ্ছে। মানুষের বাগান অনেক মজার একটি ছবি। এতে আরো অভিনয় করছেন মনোজ কুমার, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

প্রথমদিকে প্রসূনের প্রধান লক্ষ্য ছিল চলচ্চিত্রে অভিনয়। সে লক্ষ্যেই ২০১৪ সালে ‘অচেনা হূদয়’ ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর ‘সবর্নাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ নামক ছবিতে অভিনয় করেন।

কিন্তু এরপর বিভিন্ন কারণে মিডিয়া থেকেও ছিটকে পড়েন এই অভিনেত্রী। চলচ্চিত্রে নেমেও বিতর্ক তৈরি হয় প্রসূনকে নিয়ে। ক্যারিয়ারের প্রথম ছবি ‘সর্বনাশা ইয়াবা’য় অভিনয় করার সময় বর্ষীয়ান পরিচালক কাজী হায়াতের সঙ্গে বিবাদে জড়ান প্রসূন। এ ছাড়া ফেসবুকে বিভিন্ন সময় বিতর্কিত স্ট্যাটাস, বিভিন্ন অযাচিত লেখা ও প্রেমিকের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে বিতর্ক ছড়িয়েছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে একটি নাটকে অভিনয়কে কেন্দ্র করে পরিচালক রোকেয়া প্রাচীর সঙ্গে বিতণ্ডা হয় প্রসূনের। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। এর জের ধরে তিন নাট্য সংগঠনের কাছে প্রসূনের বিরুদ্ধে অভিযোগ করেন প্রাচী। তার পরিপ্রেক্ষিতে এক বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েন প্রসূন। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads