• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে অপু

ছবি : সংগৃহীত

শোবিজ

রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে অপু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০১৯

রুনা লায়লা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী। বাংলাদেশের অনেক সঙ্গীত শিল্পীরই প্রিয়শিল্পীর তালিকায় সবার আগে রুনা লায়লার নামটাই যেন স্থান পায়। রুনা লায়লা যেন তাদের গানের আদর্শ, তাদের গানের অনুপ্রেরণা। এই প্রজন্মের গুণী সঙ্গীতশিল্পী অপু। ছোটবেলা থেকেই অপু তার বাবা অরুণ সরকারের কাছে গানে তালিম নিয়ে নিজেকে একজন শুদ্ধ সুরের শুদ্ধ সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। অপুর বাবার স্বপ্ন ছিল তার ছেলে যেন কোনো একদিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে যেন গান গাইতে পারে।

অপুর সবচেয়ে প্রিয় শিল্পী রুনা লায়লা। তাই বাবার সেই স্বপ্ন পূরণে অপুও যেন নিজেকে সঙ্গীতে গড়ে তোলেন এবং সেই স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যান। অবশেষে বাবার সেই স্বপ্ন পূরণের মাহেন্দ্রক্ষণ যেন সামনে এসে দাঁড়াল। গেল ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত একটি অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ হলো অপুর। অপু অনুষ্ঠান শুরুর আগেই রুনা লায়লার সঙ্গে দেখা করেন। তাকে পা ছুঁয়ে সালাম করেন। রুনা লায়লাও তাকে আশীর্বাদ করেন।

সেখানেই অপু রুনা লায়লাকে তার বাবার স্বপ্নের কথাটি ব্যক্ত করেন। শুনে রুনা লায়লাও যেন বেশ আপ্লুত হন। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উঠে রুনা লায়লা টানা বেশ কয়েকটি গান পরিবেশন করেন। তারপর লন্ডন থেকে আগত রাজা কাশেফ ও রুবাইয়েতও সঙ্গীত পরিবেশন করেন। এরপর মঞ্চে ওঠেন অপু। অপুর কয়েকটি গানের পর মঞ্চে ওঠেন আবারো রুনা লায়লা।

অপুকে সঙ্গে নিয়ে রুনা লায়লা পরিবেশন করেন ‘যে জন প্রেমের ভাব জানে না’ গানটি। সঙ্গে ছিলেন রুবায়েতও। রুনা লায়লার সঙ্গে অপুর গায়কীতে মুগ্ধ হন শ্রোতারা।

রুনা লায়লা বলেন, ‘অপু তো বেশ ভালো গায়। আমি চেষ্টা করেছি তাকে উৎসাহিত করার জন্য। সত্যি বলতে কী, নতুনদের উৎসাহ দিতে হয়। তাহলে তারা আরো ভালো করার অনুপ্রেরণা পায়, নিজেদেরকে শুদ্ধ সঙ্গীতচর্চায় নিয়োজিত করতে পারে।’

অপু বলেন, ‘শ্রদ্ধেয় রুনা ম্যাডামের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছি আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। কথা বলতে পারছিলাম না। কী বলব, কী করব ভেবে পাচ্ছিলাম না। তাকে সালাম করে শুধু বাবার কথাটাই বলতে পেরেছিলাম। কিন্তু তিনি যে বাবার স্বপ্ন পূরণে আমাকে মঞ্চে ডেকে নিয়ে যাবেন, এটা আমার কল্পনাতেও ছিল না। সত্যি এ কারণেই তিনি এত বড়, এত গুণী, এত মহান একজন শিল্পী। রুনা ম্যাডামের সঙ্গে গাইতে পেরেছি এটাই যেন আমার অনেক বড় এক প্রাপ্তি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads