• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
রোবোটুমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শামীমা তুষ্টি

ছবি : সংগৃহীত

শোবিজ

রোবোটুমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শামীমা তুষ্টি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৯

এ এক অন্যরজকম অর্জন অভিনেত্রী শামীমা তুষ্টির। প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানের প্রচারণার ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করছেন তিনি। বাংলাদেশে এই প্রথম রোবোটিক প্রযুক্তি নিয়ে এলো রোবোটুমেশন। রোবোটুমেশন একটি সফটওয়্যার রোবট নিয়ে এসেছে। এটা একধরনের সফটওয়্যার প্রোগ্রাম যার আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা থাকার কারণে রোবোটিক সফটওয়্যারকে কিছু কিছু কাজ শেখানো সম্ভব। একবার ভালোভাবে শেখানো সম্ভব হয়ে গেলে রোবট কাজগুলো নির্ভুলভাবে এবং খুব দ্রুত ভালোভাবে সম্পন্ন করতে পারবে। বর্তমান সরকারের জনপ্রিয় স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দারুণভাবে সহায়তা করবে এই সফটওয়্যার।

সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোতে রোবোটিক অটোমেশন ব্যবহার করা হলে যুগান্তকারী উন্নয়ন করা সম্ভব হবে। অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের প্রেসার না দিয়ে রোবটকে কাজে লাগালে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা আসবে। রোবোটুমেশনের হয়েই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন শামীমা তুষ্টি। গতকাল সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে একটি অভিজাত রেস্তোরাঁয় রোবোটুমেশন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোবোটুমেশনের পরিচালক ও সিইও মো. ইমরুল হাসান, পরিচালক এম এইচ খসরু, রোবোটুমেশনের বাণিজ্যিক মুখপাত্র অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর শামীমা তুষ্টি।

শামীমা তুষ্টি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের একজন তরুণী হিসেবে আমি অনেক বেশি আনন্দিত এই প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পেয়ে। যেহেতু বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ব্যাপারে বদ্ধপরিকর, তাই আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান আন্তরিক হয়েই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে। আমি কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের পরিচালক ও সিইও ইমরুল ভাইয়ের কাছে।’

শামীমা তুষ্টি জানান যতদিন এই প্রতিষ্ঠানটি থাকবে ততোদিনই তিনি এই প্রতিষ্ঠানটির জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাবেন। এদিকে সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করলেন তুষ্টি। গাজী রাকায়েতের নির্দেশনায় ‘গোঢ়’ নামক সিনেমায় অভিনয় করলেন তিনি। গোলাম রব্বানী বিপ্লবের নির্দেশনায় তুষ্টি প্রথম সরকারী অনুদানের সিনেমা ‘স্বপ্নডানায়’য় অভিনয় করেছিলেন। এরপর আর কোন অনুদানের সিনেমায় অভিনয় করেননি। ‘গোঢ়’ সিনেমায় তুষ্টি গাজী রাকায়েতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। তুষ্টি নিয়মিত অভিনয় করছেন ‘পাগলের কারখানা’, ‘পাগলা হাওয়ায়’, ‘মায়া মসনদ’সহ আরো বেশ ক’টি ধারাবাহিক নাটকে। এছাড়া দূরন্ত টিভিতে আবারো শুরু হচ্ছে ‘টিরিগিরি টক্কা-সিজন টু’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads