• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
সোনিয়া হোসেইনের ‘ঈদ কেনাকাটা’

ছবি : সংগৃহীত

শোবিজ

সোনিয়া হোসেইনের ‘ঈদ কেনাকাটা’

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৭ মে ২০১৯

চার বছর আগে থেকে দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইনের উপস্থাপনায় বিভিন্ন চ্যানেলে রমজান মাসজুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের রমজান মাসেও নতুন একটি শো নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন তিনি। আজ রোজার প্রথম দিনেই একুশে টিভিতে বিকেল চারটা পনেরো মিনিটে প্রচার শুরু হতে যাচ্ছে সোনিয়া হোসেইনের উপস্থাপনায় ‘ঈদ কেনাকাটা’ অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটির বিষয়বস্তু প্রসঙ্গে সোনিয়া হোসেইন জানান, এই অনুষ্ঠানে প্রখ্যাত ডিজাইনারদের সঙ্গে তিনি কথা বলবেন। পাশাপাশি তাদের ডিজাইন করা কাপড়গুলো সম্পর্কে বিভিন্ন তথ্য ক্রেতাদের জানাবেন এবং ঈদে কোথায় কী কী নতুন পোশাক পাওয়া যাবে, সে সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

সোনিয়া হোসেইন বলেন, অভিনয় আমার ভালো লাগা ভালোবাসা। তবে এর পাশাপাশি উপস্থাপনাতেও আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ উপস্থাপনা করতে গেলে অনেক বিষয় সম্পর্কে বিশদ জ্ঞান থাকতে হয়। এটি জ্ঞানের এক অন্য দুনিয়া যা আমাকে দারুণভাবে আকর্ষণ করে। এরই মধ্যে বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংয়ে আমি অংশ নিয়েছি। আরো বেশকিছু পর্বের শুটিং এখনো বাকি। সবমিলিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। আমার বিশ্বাস, ক্রেতাদের জন্য এটি একটি উপকারী অনুষ্ঠান হবে।’

তিনি জানান, রমজান মাসজুড়ে অনুষ্ঠানটি প্রচার হবে একুশে টিভির পর্দায়। এদিকে প্রতি শনিবার রাত আটটায় এশিয়ান টিভিতে ‘সেলিব্রিটি কুক’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন সোনিয়া হোসেইন। এটি একেবারেই নতুন একটি অনুষ্ঠান বলে জানান তিনি।

এ ছাড়া বাংলাভিশনের ‘টপ ট্র্যাক’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এর সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন তিন মাস আগে। এটি প্রতি বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রচার হয়। এছাড়া দেশ টিভিতে বিগত পাঁচ বছর ধরে সোনিয়া ‘সুরঞ্জনা’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এটি প্রতি শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads