• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

উন্মাদের চরিত্রে অপূর্ব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৯

মাথাভর্তি কালো আর লালচে চুল। লম্বা গোঁফ-দাড়িতে মুখ ভরে গেছে। পরেছেন সাদা ময়লা ছেঁড়া টি-শার্ট আর প্যান্ট। কয়েক দিন আগেই ছোট পর্দার রোমান্টিক অভিনেতা অপূর্বর এমন সাজের বেশ কিছু ছবি অন্তর্জালে ছড়িয়ে ছিল। প্রিয় অভিনেতাকে এ অবস্থায় দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

এবার জানা গেল অপূর্বর পাগলাটে সাজের সেইসব স্থিরচিত্রের রহস্য। সম্প্রতি জি-সিরিজ-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল অপূর্ব অভিনীত নাটক ‘প্রস্থান’। আর সেখানেই বদ্ধ উন্মাদের চরিত্রে দেখা গেল এই অভিনেতাকে। নতুন এই নাটকটি নির্মাণ করেছেন বিইউ শুভ। যার গল্প লিখেছেন জনপ্রিয় গীতিকার রাজীব আহমেদ।

‘বড় ছেলে’ নাটকটির খ্যাতি জড়িয়ে আছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। বিগত প্রায় দুই বছর ধরে অভিনেতা অপূর্ব ‘বড় ছেলে’র ইমেজ ধারণ করে আছেন দর্শকের মধ্যে। কিন্তু এবার ‘বড় ছেলে’র সেই ইমেজ ভাঙলেন এই অভিনেতা।

ইতোমধ্যে নাটকটি প্রশংসিত হয়েছে। ইউটিউবে নাটকটি দেখে প্রায় সব দর্শকই ইতিবাচক মন্তব্য করছেন।

এদিকে নাটকে অপূর্বর পাগল চরিত্র নিয়ে ‘প্রস্থান’-এর লেখক রাজীব আহমেদ জানান, আমার লেখা নাটকের একটি চরিত্র বদ্ধ উন্মাদ, যাতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকের কিছু স্থিরচিত্র দেখে আমিও রীতিমতো বিস্মিত হয়েছি, কারণ যেভাবে উন্মাদ চরিত্রটি গল্পে আছে ঠিক যেন ভিজ্যুয়ালেও তেমনটা!

ত্রিমাত্রিক হূদয়ঘটিত গল্প নিয়েই ‘প্রস্থান’। গল্পের মূল উপজীব্য নিয়তি। নিয়তির কাছে মানুষ সবাই বড় অসহায়। যেখানে অপূর্বকে নিয়তি মেনে নেওয়ার এমন চেহারায় দেখা যায়। অপূর্ব ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন ও জনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads