• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

নুসরাত ইমরোজ তিশার ‘#মি টু’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৯

সমাজে সব বয়সী নারীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সবখানে অনিরাপদ নারী। তারা কোনো না কোনোভাবে মন্দ পুরুষের লালসার শিকার হচ্ছেন।

এ নিয়ে কিছুদিন আগে উত্তাল হয়েছিল হলিউড-বলিউড। যৌন নির্যাতনবিরোধী যে আন্দোলনটি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে ‘মি টু মুভমেন্ট’ নামে ছড়িয়ে গিয়েছিল বিশ্বব্যাপী। দাপুটে নির্মাতা, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আঙুল তুলেছিলেন বহু অভিনেত্রী। যার আঁচ কিছুটা হলেও লেগেছিল বাংলাদেশে। আর সেই মুভমেন্ট নিয়েই এবার ঈদে চ্যানেল আইয়ে আসছে নাটক ‘#মি টু’।

১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ নাটকটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ, শিমুল মোস্তফা প্রমুখ।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চলমান যে প্রতিবাদ, তা নিয়েই এই নাটক। নাটকটি দেখে অন্তত কোনো মেয়ে যেন তার সঙ্গে ঘটে যাওয়া হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে পারে, বিচারের জন্য আওয়াজ তুলতে পারে ঠিক এ কারণেই ‘#মি টু’ নাটকে কাজ করলেন বলে জানান অভিনেত্রী তিশা।

নির্মাতা সাজ্জাদ সুমন জানান, সমাজে নারীরা বিভিন্নভাবে হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন। পত্রিকার পাতা খুললেই ধর্ষণ, হয়রানির খবর পাই। এসব থেকে বাঁচতে স্ব স্ব ক্ষেত্রে নারীদের রুখে দাঁড়ানোর গল্পই হচ্ছে ‘#মি টু’।

সমাজে নারীদের সচেতন করতে এ ধরনের কাজের বিকল্প নেই বলে মনে করেন ‘কলুর বলদ’-খ্যাত এই নির্মাতা। তিনি বলেন, কাজটি আমার অনেক যত্নের। ঈদুল আজহায় চ্যানেল আইর পর্দায় সম্প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads