• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ইউটিউবে কাজ এলে বেশি সাড়া পাই

ছবি : সংগৃহীত

শোবিজ

ইউটিউবে কাজ এলে বেশি সাড়া পাই

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৯

সাফা কবির। মডেল, অভিনেত্রী এবং উপস্থাপক হিসেবে পরিচিত হলেও মডেল কিংবা উপস্থাপক হিসেবে নিজেকে পরিচয় দিতে রাজি নন তিনি। যদিও মডেলিং দিয়েই আলোচনায় আসেন তিনি। কিন্তু অভিনয়কে ঘিরেই তার সব ধ্যান-জ্ঞান। হোক সেটা চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজ। পুরো মাসজুড়েই ব্যস্ততা থাকত তার।

ছোট পর্দায় তিনি এখন অনেকটাই পরিচিত মুখ। গত বছর অনেকগুলো নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজ, গান ভিডিওতে কাজ করে নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন। বলা যায়, অনেকখানি সফলও হয়েছেন। অভিনয়ের ফাঁকে ফাঁকে মডেলিং ও উপস্থাপনা করেছেন।

সম্প্রতি অভিনয় করেছেন মাকসুদুল হক ইমুর পরিচালনায় বিশেষ একক নাটক ‘ড্রিম অ্যান্ড লাভে’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত নাটকটি রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন। এ বিষয়ে অভিনেত্রী সাফা কবির বলেন, নাচ নিয়ে আসলে তেমন কাজ করা হয় না। ড্রিম অ্যান্ড লাভের গল্পটা দারুণ। ভালোবাসাকে ভিন্নভাবে দেখানো হয়েছে। তা ছাড়া পুরো গল্পে নাচকে বেশ প্রধান্য দেওয়া হয়েছে। যা দর্শকদের অন্যরকম আনন্দ দেবে। নাটকটিতে অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানকে।

দেশীয় শোবিজ অঙ্গনে এখন ওয়েব সিরিজ নির্মাণের ধুম পড়েছে। পিছিয়ে নেই সাফাও। ওয়েব সিরিজ সম্পর্কে সাফা জানালেন, ‘বাঘবন্দি’, ‘উষ্ণের আত্মহত্যা’-এই দুটো ওয়েব সিরিজ অনেক আগেই করেছি। আমি যখন কাজ করেছি, তখন সেভাবে কেউ ওয়েব সিরিজ করত না, এখন যেভাবে করছে। এই দুটো ওয়েব সিরিজ খুবই ভালো গেছে। নাটক, ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য যাই হোক, ইউটিউবে যা আছে সেখান থেকে ভালো সাড়া পাই। টিভিতে যখন নাটক প্রচার হয় তখন বুঝি না কয়জন দেখছে। কিন্তু ইউটিউবে যখন আসে, তখন বুঝতে পারি কতজন দেখল, কতজন পছন্দ করল, অপছন্দ করল, কিংবা কে কী বলল? এ কারণে ইউটিউবে কোনো কাজ এলে আমি বেশি সাড়া পাই।

উপস্থাপনা নিয়ে সাফা কবীর বলেন, আমি কিন্তু নিয়মিত উপস্থাপনা করি না। এর আগে দুটো অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। একটি ছিল শিশুদের, অন্যটি সুন্দরী প্রতিযোগিতার। এ বছরের প্রথম দিনেই নতুন একটি কাজ করেছি উপস্থাপনায়। অনুষ্ঠানের নাম ‘তীর লিটিল শেফ’। এখানে ছোট ছোট বাচ্চারা মজার মজার রান্না করে। বেশ গোছানো এবং মজার একটি অনুষ্ঠান।

অভিনয়ের পাশাপাশি এবিসি রেডিওতে সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘লাভ স্ট্রাক বাই সাফা কবির’ নামের একটি অনুষ্ঠানে জকি হিসেবে কাজ করছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads