• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

শীর্ষ সন্ত্রাসী মোশাররফ করিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৯

ছোটবেলা থেকে বেড়ে ওঠা হাবাগোবা, শান্তশিষ্ট টাইপের ছেলেটি হয়ে ওঠে সন্ত্রাস, চাঁদাবাজ জগতের শীর্ষ সন্ত্রাসী ‘কিং’ মোশাররফ করিম। চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজের নাম ফাটিয়ে বস্তির সেই ছেলে মোশাররফ করিম হয়ে ওঠে ‘রাজন দ্য কিং’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাজন দ্য কিং মোশাররফ করিমের।

রাজনকে কারা বানাল? কে তাকে নিয়ে এলো অন্ধকার জগতে। কীভাবে একটি ভদ্র ছেলে সময়ের পরিক্রমায় এত ভয়ংকর রূপ ধারণ করল, সন্ত্রাসী হয়ে উঠল তারই গল্প টেলিফিল্ম ‘রাজন দ্য কিং’। এবার ঈদুল আজহায় মোরছালীন শুভর পরিচালনায় টিভি চ্যানেলে আসছে ‘রাজন দ্য কিং’ শীর্ষ সন্ত্রাসী মোশাররফ করিম।

টঙ্গীর একটি বস্তিতে শুটিং হয়েছে ‘রাজন দ্য কিং’ নাটকের। তিনি বলেন, ‘নতুন নতুন কাজের অংশ হিসেবেই তিনি এই ‘যন্ত্রণাদায়ক’ স্থানেও শুটিং করতে এসেছেন। টঙ্গীর আন্ডারওয়ার্ল্ডেকেন্দ্রিক গল্প আবর্তিত হয়েছে ক্যামেরায়।’

ছোটবেলা থেকেই অভিনয় করতেন মোশাররফ করিম। স্কুলের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। এরপর জীবনের বড় সময় পার করেন নাটকের দল নাট্যকেন্দ্রে। নাটকে অভিনয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আপনার আগে নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। ক্ষমতা মানে হলো, অভিনয় করার ক্ষমতা এবং কাজটিকে আপনি ভালোবাসেন কি না। যদি না বেসে থাকেন এবং ওই ক্ষমতাটুকু না থাকে, তাহলে আসার দরকার নেই। কারণ, এই জায়গায় অনেক পরিশ্রম। নিজেকে যোগ্য হিসেবে তৈরি করার ব্যাপার আছে। সেটা থাকলে তবেই এই জগতে আসুন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads