• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
একসঙ্গে ইরেশ, অপূর্ব ও অর্ষা

সংগৃহীত ছবি

শোবিজ

একসঙ্গে ইরেশ, অপূর্ব ও অর্ষা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯

আগামী ঈদের জন্য প্রেমের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আনফিট’ (এ জার্নি বাই লাভ)। এটি রচনা করেছেন আসাদ জামান। এই নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছেন ইরেশ যাকের, জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হক অর্ষা। এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে রাজ বলেন, নাটকটির গল্প আসলে এখনই বলে দিতে চাই না। শুধু এতটুকুই বলি নাটকটির গল্প প্রেমের উত্থান-পতন নিয়ে। দর্শকরা এ নাটকের গল্পে এবং প্রতিটি চরিত্রে নতুনত্ব খুঁজে পাবেন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, রাজের নির্দেশনায় এর আগে কাজ করেছি। গেল ঈদে শিশির বিন্দু নাটকে অভিনয়ের জন্য দারুণ সাড়া পেয়েছি। এবারের ঈদে একই সিরিজের নাটকে অভিনয় করেছি। তবে আনফিট নাটকটির গল্প এবং আমার চরিত্র একটু না অনেকটাই ভিন্ন। এ নাটকটিও দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে বলে আশা রাখি।

অর্ষা বলেন, ইরেশ ভাই এবং অপূর্ব ভাইয়ের সঙ্গে এক নাটকে এবারই প্রথম কাজ করা। আবার মোস্তফা কামাল রাজের নির্দেশনাতেও আমি প্রথম কাজ করেছি। সাধারণত গল্প এবং চরিত্র ভালো না লাগলে সে নাটক নিয়ে আমি বিশেষ কিছু বলি না বা বলার আগ্রহ থাকে না। কিন্তু আনফিট নাটকটির গল্প এবং আমার চরিত্র দারুণ ভালো লেগেছে। যে কারণে আমরা সবাই কাজটি বেশ উপভোগ করেছি। দর্শক এই নাটকে প্রচলিত গল্পের বাইরে একটু ভিন্ন ধরনের গল্পের স্বাদ পাবেন। শিল্পীদের অভিনয়ও আশা করছি মুগ্ধ করবে দর্শককে।

রাজ জানান, আগামী ঈদে এটিএন বাংলায় এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এবারের ঈদে স্বাধীনের নির্দেশনায় ‘সেন্ড মি নুডস’ ওয়েব সিরিজে কাজ করেছেন অর্ষা। এ ছাড়াও মোরসালিন শুভর ‘রাজন দ্য কিং’ নাটকটি নিয়েও তিনি দারুণ আশাবাদী। এবারের ঈদে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় নির্মিত ‘শিশির বিন্দু টু’, ‘ক্রেজি লাভার টু’, ‘বুকভরা ভালোবাসা টু’ এবং ‘থ্যাংকইউ’ নাটক দর্শক দেখতে পাবেন। ‘ক্রেজি লাভার টু’তে আছেন আফরান নিশো ও তানজিন তিশা, শিশিরি বিন্দ টুতে আছেন অপূর্ব ও তানজিন তিশা, বুকভরা ভালোবাসা টুতে আছেন শবনম ফারিয়া ও তৌসিফ মাহবুব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads