• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ভয়ংকর কবিরাজ ফারুক

ছবি : সংগৃহীত

শোবিজ

ভয়ংকর কবিরাজ ফারুক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৯

আমাদের সমাজ ও সভ্যতা সময়ের তালে তালে অনেকদূর এগিয়ে গেছে। তবে এখনো এ দেশের এমন অঞ্চল আছে যেখানে কুসংস্কারের প্রভাব তীব্র। ফলে সেসব এলাকার মানুষ অনেক কিছুই বিশ্বাস করে। সমাজের সেসব কুসংস্কার দূর করতেই ইউএসএআইডির সহযোগিতায় নির্মিত হয়েছে একটি ওয়েব সিরিজ। যার নাম ‘জাল ভেজাল’। মেজবাহ উদ্দিন সুমন রচিত ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সাজু আহসান।

এই ওয়েব সিরিজটিতে কবিরাজের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক। গ্রামে এক বিশাল আস্তানা গড়েছে সে। কাউকে ভূতে ধরলে সেই ভূত তাড়িয়ে দেয়। সে সময় ভীষণ ভয়ংকর রূপ ধারণ করেন ফারুক। ‘জাল ভেজাল’-এর নির্মাতা সাজু আহসান বলেন, ‘আমাদের গ্রামের কিছু কুসংস্কার নিয়ে এই ওয়েব সিরিজ। যেখানে মা ও মাতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে এখনো অদক্ষ দায় ও ওঝা দ্বারা নানা জটিল সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।

যেগুলো আমাদের জন্যই ক্ষতিকর। সেসব কুুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের এই প্রয়াস। আশা করি, এই ওয়েব সিরিজটি সমাজের কিছু মানুষকে হলেও সচেতন করবে।’ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে। দেশের প্রথম সারির অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ওয়েব সিরিজটি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads