• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
দেশের মঞ্চে আসছে ‘আইনস্টাইন’

ছবি : সংগৃহীত

শোবিজ

দেশের মঞ্চে আসছে ‘আইনস্টাইন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

আইনস্টাইন, বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হয় তাকে। তুমুল প্রতিভাধর এই বিজ্ঞানী তার সময়ের চেয়ে হাজার বছর অ্যাডভান্স ছিলেন বলে ধারণা করা হয়। সেই আইনস্টাইন আসছে এবার দেশের মঞ্চে।

আলোক তড়িৎক্রিয়া, আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার আবিষ্কৃত সূত্রের ব্যবহারিক প্রয়োগ ঘটে পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে। এতে কি তার সায় ছিল? বরং মৃত্যুর আগপর্যন্ত আত্মপীড়নে কাটিয়েছেন তিনি।

হিটলার তাকে কমিউনিস্ট আখ্যা দিয়ে দেশছাড়া করেছিলেন। আইনস্টাইনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, ফ্রয়েড, বার্ট্রান্ড রাসেল, রুজভেল্টসহ আরো অনেকের। জানা গেছে, একটি বিবাদহীন, যুদ্ধহীন, অখণ্ডিত বিশ্বই ছিল যার কাম্য।

নাটকের মঞ্চে সেই আইনস্টাইনকে নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম নাটকের দল অকাল প্রয়াত এস এম সোলায়মানের গড়া থিয়েটার আর্ট ইউনিট।

সম্প্রতি দলীয় সিদ্ধান্তে তাদের ৩৫তম প্রযোজনা হিসেবে ‘আইনস্টাইন’ পাণ্ডুলিপিটি নির্বাচন করা হয়। এটি রচনা করেছেন মোকাদ্দেম মোরশেদ।

শিগগির প্রযোজনার কাজটি শুরু হবে বলে জানিয়েছেন দল প্রধান রোকেয়া রফিক বেবী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads