• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
কেমন কাটল তারকাদের ঈদ

ছবি : সংগৃহীত

শোবিজ

কেমন কাটল তারকাদের ঈদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৯

দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদুল আজহার আমেজ। যদিও ঘরে ঘরে  ঈদের আমেজ এখনো কাটেনি। তবে বৃষ্টির কারণে অনেকেই পরিকল্পনা অনুসারে ঈদ কাটাতে পারেননি। শোবিজ তারকারা ভক্তদের ঈদ আনন্দকে আরো সমৃদ্ধ করে। এবারে তারকাদের ঈদ কেমন কাটল?

ঢালিউড কিং শাকিব খান গুলশানের নিজ বাড়িতে বাবা ও মায়ের সঙ্গে এবারের ঈদ পালন করেছেন। ঈদের দিন ভোরে গুলশানে একটি মসজিদে ঈদের নামাজ আদায়ের পর কোরবানি দেন।

নায়িকা পরীমণির এবারে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। ঈদের দিন বাসায় কাটিয়েছেন। পাশাপাশি  দুস্থদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করেছেন।

শবনম বুবলী ঈদে পরিবারকে সময় দিয়েছেন।

অভিনেত্রী সাফা কবির মায়ের সঙ্গে ঢাকাতেই ঈদ করেছেন। ঈদ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার কোনো ভাইবোন না থাকলেও বন্ধুবান্ধব ও কাজিনদের সঙ্গে এবারের ঈদে সময় কেটেছে। এবারের ঈদে আমি আর মা থাকলেও অনেকের সঙ্গে ঈদ করেছি। আমাদের ধর্মীয় মতে সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি করার বিধান থাকলেও আমি কোরবানি করা দেখতে পারি না। অনেক কষ্ট লাগে। সাড়ে ৪ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আমি গরুর মাংস খেতাম না। এখন অবশ্য খাই।’

চিত্রনায়ক সাইমন সাদিক এবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ঈদ করেছেন। ঈদের ছুটি কাটিয়ে ১০/১২ দিন পর ঢাকায় ফিরবেন সাইমন। তিনি বলেন, গ্রামে ঈদ করতেই আমার ভালো লাগে। প্রতি বছরই গ্রামের লোক-আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দে আমার ঈদ পালিত হয়। সেই ছোটবেলা থেকেই কোরবানির হাটে গিয়ে নিজের পছন্দমতো গরু কিনে আনি। এবারো তাই করেছি। কোরবানির পর আত্মীয়স্বজনের বাড়ি মাংস পৌঁছে দিয়েছি। প্রতিবেশী ও গ্রামের গরিব লোকদের মধ্যেও কোরবানির মাংস বিলি করেছি।

অভিনেত্রী হুমায়রা হিমু পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করেছেন। কোরবানির ঈদে গরু-ছাগল জবাই করার পর মাংস কাটাকাটি, মাংস বিলান এসব নিয়েই ব্যস্ত ছিলেন হিমু।  তিনি বলেন, ‘ছোটবেলায় কাজিনরা মিলে হাটে গরু দেখতে যেতাম। এখন সেই সময় ও ইচ্ছে নেই। দিনগুলো খুব মিস করি। এবার ঈদের একদিন আগে গরু কেনা হয়েছিল। কোরবানির মাংস কাটাকাটির কাজ মা নিজেই করেছেন।

প্রতিবার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করলেও এবার আরেফিন শুভ রয়েছেন আমেরিকাতে। তাই এবারের ঈদ সেখানকার পরিচিত ভাই ও বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন শুভ।

ময়মনসিংহে ঈদ করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে ঈদের পরদিন তিনি ঢাকায় চলে এসেছেন। ন্যান্সি বলেন, আমি ময়মনসিংহেই ঈদ করে থাকি। এবারো তাই করেছি। প্রতিবারের মতো এবারো সেখানেই কোরবানি দিয়েছি। গত রোজার ঈদের পরপরই আমার শ্বশুর মারা গেছেন। তাই এবারের ঈদে স্বাভাবিকভাবেই সবার মনটা খারাপ। তারপরও চেষ্টা করেছি সবার সঙ্গে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে। ঈদে একাধিক টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।

চিত্রনায়িকা আইরিন সুলতানার কাছে কোরবানির ঈদের মজা অন্যরকম। তিনি বলেন, ‘এ ঈদে গরু কোরবানি নিয়ে বাসার সবার সঙ্গে আমাকেও ব্যস্ত থাকতে হয়েছে। এমনকি গুরুর হাটে যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে।’

এবারের ঈদে পরিবারকেই সময় দিয়েছেন সিয়াম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads