• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

ব্যতিক্রমধর্মী কাজ করার চেষ্টা করি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০১৯

সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই দ্যুতি ছড়াচ্ছেন এই সময়ের ব্যস্ত মডেল-অভিনেত্রী সাবিলা নূর। ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন নতুন সংযোজন। এবারের কোরবানির ঈদেও সাবিলা নূর ১২টি নাটকে অভিনয় করেছেন। প্রতিটি নাটকই গল্পের চরিত্রকে এমন সুনিপুণভাবে ফুটিয়ে তোলায় বেশ পটুু হয়ে উঠেছেন সাবিলা। এটিই তো একজন অভিনয়শিল্পীর সার্থকতা। সেই হিসেবে সাবিলা নূর খুব অল্প সময়েই সার্থক।

সাবিলা নূরের কাছে অভিনয় বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সাবিলা বলেন, নাটক কোথায় প্রচারিত হচ্ছে এটাও কম গুরুত্বপূর্ণ নয়। ব্যতিক্রমধর্মী কাজ করার চেষ্টা করি। একটা সময় সব নাটকই টিভিতে প্রচারিত হতো। এর পাশাপাশি আসে ইউটিউবের বিষয়টি। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওয়েবভিত্তিক কনটেন্ট নির্মাণ হচ্ছে। নাটক প্রচারের আলাদা একটি জায়গা তৈরি হয়েছে। যা মোটেও নেতিবাচক নয়। এছাড়া টিভি নাটকের তুলনায় ওয়েব সিরিজের বাজেটের পরিমাণ বেশি থাকে। ‘ওয়েডিং বেল’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে দেখেছি, আয়োজনের কোনো কমতি থাকে না সেখানে। পুরো সিরিজের কাজ হয়েছিল একটি বিয়ের বাড়িতে। ভালো লেগেছে।

দর্শকের ইতিবাচক সাড়া, নতুনভাবে কাজ করতে উৎসাহ জোগায় বলে জানান এ অভিনেত্রী।  সাবিলা বলেন, কিছুদিন আগে ‘দ্য নক’ শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছিলাম। এটি নির্মিত হয়েছিল একটি ডিজিটাল প্লাটফর্মের জন্য। নাটকে আমি ভূত। যদিও ভূতে খুবই ভয় পাই। দ্য নকের শুটিং হয়েছিল গাজীপুরে। সেখানে পুরোনো একটি জমিদার বাড়িতে শুটিং হয়েছিল, যা ভৌতিক সব কর্মকাণ্ড। এতে কোনো গ্রাফিকস ব্যবহার করা হয়নি, যাতে পুরো বিষয়টি বাস্তব মনে হয়। ফলে সত্যিকারের ভূত সাজতে হয়েছিল। ভূতের চরিত্রটি কেবলমাত্র অভিনয় দিয়েই উপস্থাপন করেছি। কিছুটা চ্যালেঞ্জেরও ছিল। তবে পুরো কাজটি বেশ উপভোগ করেছি। এছাড়া ইদানীং বেছে কাজ করার চেষ্টা করছি।

ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দাতেও অভিনয়ের অফার পাচ্ছেন সাবিলা। তবে বড় পর্দায় আস্তে-ধীরে এগোতে চান তিনি। সাবিলা বলেন, সব অভিনেতা-অভিনেত্রীর মধ্যেই বড় পর্দায় কাজের ইচ্ছা থাকে। আমারও আছে। বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য হাতে পেয়েছি। কয়েকজনের সঙ্গে কথাবার্তাও এগিয়েছে। সত্যি বলতে আমি অপেক্ষায় আছি গতানুগতিক ধারা থেকে ভিন্নধর্মী একটি চিত্রনাট্যের জন্য। যেখানে নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করতে পারব। বড় পর্দা বলে কথা! যদিও ক্লাস ও নাটকের শিডিউলের মাঝে চলচ্চিত্রের জন্য লম্বা সময় বের করা একটু কঠিন। তবে এ বিষয় আপাতত কিছুই বলতে চাচ্ছি না। সময় হলে সবাইকে জানাব।

সম্প্রতি বিকাশের বিজ্ঞাপনে এখন সাবিলা নূর মডেল হয়েছেন। এ বিষয়ে তিনি জানান, বিকাশের এই বিজ্ঞাপনের গল্পটা শুনে হয়েছে এটার সঙ্গে যুক্ত থাকতে পারাটা আমার জন্য আনন্দদায়ক। কেননা পুরো গল্পটা মনে ধরার মতো। যার কারণে রংপুর বিভাগে আসতে আমার মোটেও কষ্ট হয়নি। এখনকার মানুষ বিস্ময় নিয়ে শুটিং দেখেছে, ভালো লেগেছে।

‘নূর’ শব্দের অর্থ ‘জ্যোতি’। বাংলা অভিধান তা-ই বলছে। ২০১৪ সাল থেকেই সাবিলা নূর নাট্যাঙ্গনে নিজের অভিনয়শৈলীর জ্যোতি ছড়িয়ে দর্শক হূদয়ে পাকাপোক্ত অবস্থান করে নিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘ইউ টার্ন’, ‘মাঙ্কি বিজনেস’, ‘কল্পনার ঘর’, ‘কেমিস্ট্রি’, ‘টিন টিন’, ‘মাস্তি আনলিমিটেড’, ‘শত ডানার প্রজাপতি’, ‘চুপ’, ‘সনাতন কাব্য’, ‘বুলেট প্রফ ম্যারেজ’, ‘ক্রস কানেকশন’, ‘মিসফায়ার’, ‘জোনাকির আলো’, ‘খন্দকার সাহেব’, ‘ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘হেল মেট’, ‘এমএমএস’, ‘টুগেদার’, ‘ক্ষরণ’ ‘প্রতিশোধ’, ‘অপরাজিতা তুমি’, ‘জল কলঙ্ক’ ‘সাইরেন’, ‘লাভ অ্যান্ড কোম্পানি’, ‘সমাপ্তি’, ‘পাষাণ ইজ ব্যাক’, ‘যা কিছু ঘটে’, ‘মেঘ এনেছি ভেজা’, ‘যেমন খুশি তেমন সাজো’ ইত্যাদি। এছাড়া উপস্থাপনায়ও সাবিলা মুগ্ধতা ছড়িয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads