• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

চলচ্চিত্রেই থিতু হতে চান ঐশী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৯

জান্নাতুল ফেরদৌস ঐশী। মাত্র ১৮ বছর বয়স। সদা হাসিখুশি, প্রাণোচ্ছল মেয়ে। শিশুসুলভ সারল্য একই সঙ্গে ব্যক্তিত্বের সৌন্দর্য তার বয়সকে ছাপিয়ে যায়। চালাক-চতুর নয়, বুদ্ধিমতী তিনি। সরলতা, ভেতরের সৌন্দর্য, বুদ্ধিমত্তা, শিল্পমনা, সৃষ্টিশীলতা, একাগ্রতা, হরেক রকম ইতিবাচক গুণ, মানবতা, বিনয়, মূল্যবোধ, বাহ্যিক সৌন্দর্য তারই সঙ্গে মিলেমিশে আছে। সবকিছুর একটি চমৎকার মিশ্রণ যার চরিত্রে। তিনি একজন জান্নাতুল ফেরদৌস ঐশী।

এক কথায় ইতিহাস সৃষ্টি করে ঢাকাই শোবিজ অঙ্গনে পা রেখেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অপেক্ষায় রয়েছেন রুপালি পর্দায় অভিষেকের। বছর খানেকের এ পথ চলায় ইতোমধ্যে উপহার দিয়েছেন দুটি আলোচিত টিভি বিজ্ঞাপন। অভিনয় করেছেন মিউজিক ভিডিওতেও। সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন চলচ্চিত্র অভিনয়ে। একটি নয়, তিন তিনটি সিনেমায় চলছে তার রাজসিক পদচারণা। মুক্তির অপেক্ষায় আছে ‘মিশন এক্সট্রিম’। আগামী বছরের শুরু দিকে মুক্তি পাবে ছবিটি। বাকি দুই ছবিতেও চলছে শুটিং প্রস্তুতি।

এ নিয়ে ঐশী বলেন, ফটোশুট নিয়মিতই করি। টিভি বিজ্ঞাপনও করা হয়েছে। তবে মনটা পড়ে আছে বড় পর্দায় অভিষেকের জন্য। ভেবেছিলাম এ বছরই সেলুলয়েডের পর্দায় দেখা যাবে আমাকে। নানাবিধ কারণে সেটা হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকেই স্বপ্নপূরণ হবে।

সম্প্রতি ঐশী চুুক্তিবদ্ধ হয়েছে ‘স্বপ্নবাজি’ ছবিতে। এতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তিনি। এ ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এ বিষয় অষ্টাদশী এ নায়িকা বলেন, রাফি ভাই নিজেই আমাকে ‘স্বপ্নবাজি’র গল্প শুনিয়েছেন। গল্পটা আমাদের বাস্তব জীবনের। শোবিজ অঙ্গনের মানুষের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আছে। সেই বিষয়টিই এ ছবিতে দেখানো হবে। গল্পের গভীরতা দেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, স্বপ্নবাজি ছবিতে একজন র্যাম্প মডেল হিসেবে দেখা যাবে ঐশীকে। মূলত মিডিয়া জগতে ছেলেমেয়েরা একেকজন একেক জায়গা থেকে আসে। রঙিন জীবনের স্বপ্ন নিয়ে সবাই বাজি ধরে। কেউ হারে-কেউ জেতে। এমনই এক চরিত্রে দেখা যাবে এ শোবিজ কন্যাকে।

‘আদম’ নামের আরো একটি ছবিতে ইতোমধ্যে চুুক্তিবদ্ধ আছেন ঐশী। এতে স্বপ্নজাল খ্যাত নায়ক ইয়াশ রোহানকে দেখা যাবে ঐশীর বিপরীতে। আদম প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, সিনেমার গল্পটি আমাকে আর্কষণ করেছে। সে কারণেই এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আর পরিচালক আবু তাওহীদ ভাই পাঁচ বছর ধরে ‘আদম’ নিয়ে পরিকল্পনা করেছেন। এর গল্প আমার সত্যি দীর্ঘদিন মনে রাখার মতো। এ ছবিতে ঐশী ছাড়াও অভিনয় করবেন অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠুসহ আরো অনেকে।

এখনো মুক্তি পায়নি কোনো ছবি। তবে চুক্তির মিছিলে যুক্ত হচ্ছে নিত্যনতুন ছবি। ঐশী বলেন, পুরো বিষয়টিকে আমি শিক্ষানবিশ পিরিয়ড হিসেবে নিয়েছি। প্রতিটি সেটে, প্রতিটি সংলাপে অভিনয় শিখছি। শেখার প্রবল ইচ্ছায় নতুন নতুন ছবিতে যুক্ত হই। তবে গল্প ও আয়োজন সবকিছু দেখে ভেবেচিন্তেই কাজ করছি। নতুন হিসেবে সিনিয়রদের যথেষ্ট ভালোবাসা পাই। আর একটি ছবি কখন মুক্তি পাবে-এ বিষয় আমার হাতে নেই। এটা পরিচালক, প্রযোজক ভালো জানেন। আমার কাজ অভিনয় করা, এখানেই আমি মনোযোগী হচ্ছি।

শোবিজ অঙ্গনের সঙ্গে যারা যুক্ত, তাদের নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এ থেকে রেহাই মেলেনি ঐশীরও। গুঞ্জন আছে, জনপ্রিয়তা পাওয়ার পর অন্তর শোবিজকে ভুলেই গেছেন তিনি। কথা হয় সে বিষয়েও। তিনি বলেন, অন্তর শোবিজের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। তাদের হাত ধরেই মিডিয়ায় আসা। তবে এখনো টিকে আছি নিজের যোগ্যতায়। ব্যস্ততা বাড়ার কারণে আগের মতো যোগযোগ নেই। তবে ভুলে যায়নি। এসব বিষয় পুরোই মিথ্যা।

এত কিছুর মধ্যে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন তিনি। বললেন, বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছি। সামনেই ক্লাস শুরু হবে। অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও চলবে। এখানে কোনো অবহেলা নয়।

এদিকে আপাতত ছোট পর্দায় কাজ করার ইচ্ছে নেই এ নায়িকার। তার মতে, বাংলাদেশের প্যাকেজ নাটকগুলো বিশ্বমানের। ছোট পর্দার অভিনয়শিল্পীরাও দুর্দান্ত অভিনয় করেন। তাদের অভিনয়ে ঐশী রীতিমতো মুগ্ধ। তবে থিতু হতে চান চলচ্চিত্রেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads