• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
দিঠির আমন্ত্রণে চারজন

সংগৃহীত ছবি

শোবিজ

দিঠির আমন্ত্রণে চারজন

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৯

প্রখ্যাত গীতিকবি, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে চ্যানেল আইতে নিয়মিত প্রচার হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পালকী’। অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করেন গাজী মাজহারুল আনোয়ারেরই সুযোগ্য উত্তরসূরি সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার। এবার তারই আমন্ত্রণে অনুষ্ঠানে গান গাইতে উপস্থিত হয়েছিলেন এই প্রজন্মের চার আলোচিত কণ্ঠশিল্পী চম্পা বণিক, সাব্বির জামান, অপু আমান ও ঝিলিক।

দিঠির নিমন্ত্রণে গাজী মাজহারুল আনোয়ারের লেখা বিভিন্ন সিনেমার গান তারা নতুন করে গেয়েছেন। অনুষ্ঠানে চম্পা বণিক গেয়েছেন ভুলে গেছি সুর ওগো, এক বরষার বৃষ্টিতে ও অপুর সঙ্গে দ্বৈত গান আমি কতদিন কত রাত ভেবেছি। অপু গেয়েছেন জয় হবে হবেই আমার, কারো আপন হইতে পারলি না অন্তর। সাব্বির জামান গেয়েছেন শুধু গান গেয়ে পরিচয়, তুমি কখন এসে ও ঝিলিকের সঙ্গে দ্বৈত গান তুমি ছাড়া পৃথিবীটা পৃথিবীতো নয়। ঝিলিক গেয়েছেন একা একা কেন ভালো লাগে না, হাত ধরে নিয়ে চলো পথ চিনি না ও সাব্বিরের সঙ্গে দ্বৈত গান।

অনুষ্ঠানটির উপস্থাপনা প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, শিল্পীদের গান গাওয়া শেষে আমি বাবাকে প্রশ্নের মধ্য দিয়ে প্রত্যেকটি গানের ইতিহাস সম্পর্কে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করি। এসব ইতিহাস ছোটবেলা থেকেই আমি জেনে আসছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এসব ইতিহাস সবারই জেনে রাখা প্রয়োজন। পালকী অনুষ্ঠানটি আমার বাবার গানের একটি আর্কাইভ বলা যেতে পারে। যারা এবারের অনুষ্ঠানে আমার নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। চম্পা বণিক বলেন, স্যারের পাশে বসে তারই গান গাইতে পারার মধ্যে কী যে ভালো লাগা কাজ করে তা বলে বোঝানোর মতো নয়। স্যারের গান গাইতে পারা আমার সংগীত জীবনের অর্জন বলেই মনে হয়।

সাব্বির জামান বলেন, গাজী স্যারের সামনে বসে তারই গান গাইতে পেরেছি, এটাই আসলে অনেক বড় পাওয়া। তবে সত্যিই ভীষণ নার্ভাস লাগে গাইতে। স্যার আমাদের সংগীতের একটি জীবন্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অপু বলেন, স্যারের গান গাইতে পারা ভীষণ সৌভাগ্যের বিষয়। ঝিলিক বলেন, গাজী স্যারের সৃষ্ট গান তারই সামনে বসে গাইতে পারা অনেক বড় অর্জন হিসেবেই দেখি আমি।

পালকী অনুষ্ঠানটি প্রযোজনা করেন জামাল রেজা। প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads