• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

হঠাৎ মুখোমুখি তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৯

প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা শবনম রাজধানীর একই এলাকায় বসবাস করেন। বিকালে বাসার কাছের পার্কেই দুজনই হাঁটাহাঁটি করেন। তবে বেশ কিছুদিন শবনম তাকে ঘিরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য দেশের বাইরে ছিলেন। তাই অনেক দিন শবনম ও গাজী মাজহারুল আনোয়ারের দেখা হয়নি। ২ সেপ্টেম্বর বিকাল ৫টায় হঠাৎ পার্কে দুজনের দেখা হয়ে গেল। অবশ্য জানা যায়, দীর্ঘদিন পর শবনম ও গাজী মাজহারুল আনোয়ারের দেখা হয়েছে।

দীর্ঘদিন পর দেখা হওয়ার কারণে দুজনই গল্পে মেতে ওঠেন। গাজী মাজহারুল আনোয়ারের নির্দেশনায় শবনম ‘সন্ধি’, ‘শর্ত’ সিনেমায় অভিনয় করেছেন। ‘সন্ধি’ সিনেমার ‘একটা চিঠি লিখি দাও তুমি সবারে জানাও’ গানটিতে শবনম ও রাজ্জাকের অসাধারণ পারফরম্যান্স এখনো দর্শককে মুগ্ধ করে। আবার ‘শর্ত’ সিনেমার ‘সে আমায় চিঠি দিয়েছে’ গানটিতেও রাজ্জাক-শবনমের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল।

১৯৭১ সালে অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশের আর কোনো সিনেমায় শবনম অভিনয় করতে পারেননি। কিন্তু দীর্ঘ ১৬ বছর পর তিনি গাজী মাজহারুল আনোয়ারের ‘সন্ধি’ সিনেমা দিয়েই বাংলাদেশের সিনেমাতে কামব্যাক করেন। ১৯৮৭ সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সেই বছরের সবচেয়ে সুপার ডুপার হিট সিনেমা ছিল ‘সন্ধি’।

পার্কে গল্পে গল্পে গাজী মাজহারুল আনোয়ারের উদ্দেশে শবনম বলেন, ‘গাজী ভাই ফেলে আসা দিনগুলো ভীষণ মিস করি। চলচ্চিত্রে একমাত্র আপনার সঙ্গেই আমার সবচেয়ে বেশি যোগাযোগ আছে। অবশ্য আপনি আমার প্রতিবেশীও বটে। ইচ্ছে করে আবার আপনার সিনেমায় কাজ করার। যদি কখনো আবার আপনি সিনেমা নির্মাণ করেন তবে আপনার সিনেমাতে কাজ করতে চাই। কারণ আপনি এই দেশের অহঙ্কার। আপনি সত্যিকারের একজন চলচ্চিত্রপ্রেমী।’

গাজী মাজহারুল আনোয়ার শবনম প্রসঙ্গে বলেন, ‘একজন শবনম বাংলাদেশের সিনেমাতে যদিও কম অভিনয় করেছেন। কিন্তু তিনি যত সিনেমাতে অভিনয় করেছেন প্রায় সব সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। তাকে নিয়ে কাজ করার বড় সুবিধা ছিল এটাই, তিনি সিনেমা এত ভালো বুঝতেন-তিনি নিজেই পরিচালককে সহযোগিতা করতেন। তিনি ভীষণ ব্যক্তিত্বসম্পন্ন একজন নায়িকা। আমরা হয়তো তার মেধার সঠিক মূল্যায়ন করতে পারিনি। কিন্তু তিনি অনেক বড় মাপের একজন মানুষ, বড় মনের মানুষ এবং অনেক উঁচুমাপের একজন শিল্পী।’

শবনম আপাতত দেশে আছেন। কিছুদিন পর আবার তিনি পাকিস্তানে যাবেন। সেখানে তিনি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। অন্যদিকে গাজী মাজহারুল আনোয়ার নতুন একটি সিনেমার কাহিনী রচনা নিয়ে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads