• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত ফেরদৌস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ।  শুধু এদেশে নয়, নায়ক হিসেবে ফেরদৌসের সুনাম আছে ভারতেও। বর্তমানে চলচ্চিত্রে তাকে খুব বেশি দেখা না গেলেও টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোতে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে।

এসব রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত ফেরদৌস। শো’র বিচারক হিসেবে দেখা যায় এ তারকাকে। বিচারক ফেরদৌস বলেন, ‘প্রত্যেকটি রিয়েলিটি শো নিয়ে আমি এক্সাইটেড থাকি। কারণ এখন যে সময়, যে যুগ এসেছে আমরা যদি মিডিয়ার দিকে তাকাই তাহলে দেখব, বেশিরভাগ ক্ষেত্রে তারাই খুব ভালো অবস্থানে আছেন যারা বিভিন্ন রিয়েলিটি শো থেকে উঠে এসেছেন। রিয়েলিটি শো থেকে যারা উঠে আসছেন তাদের বেশিরভাগকেই দেখছি ভালো কাজের সাথে সম্পৃক্ত। সেই দিক থেকে রিয়েলিটি শোকে আমি খুব পজিটিভলি দেখি। আমার মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি রিয়েলিটি শো’র বিচারক আমি।’

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচারকের আসনে থাকছেন ফেরদৌস। এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘আমি যেকোনো রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব এনজয় করি। প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি দেখে সত্যিই আমি অবাক হই। খুবই এক্সাইটিং লাগে।’ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারকের দায়িত্ব পালন নিয়ে দেশের তারকা এই অভিনেতা আরো বলেন, ‘আয়োজকদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শো’র বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।’

নতুন ছবি  ‘গাঙচিল’ সম্পর্কে ফেরদৌস বলেন, ‘ছবিটির এখন পর্যন্ত অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আমরা অক্টোবরে আবার গাঙচিল-এর শুটিং শুরু করব। আগামী ডিসেম্বরের মধ্যে এই ছবির সমস্ত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। কাজ শেষ করতেই নভেম্বর-ডিসেম্বর লেগে যাবে। আগামী বছরেই ছবিটি মুক্তি পেতে পারে।’ কলকাতার ‘দত্ত’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস। কিন্তু ভিসা জটিলতার জন্য আটকে আছে ছবির কাজ। এর মধ্যে লন্ডনে ‘যদি আরেকটু সময় পেতাম’ ছবির শুটিং করে এসেছেন ফেরদৌস।

১৯৯৮ সালের রোজার ঈদে বিটিভিতে প্রদর্শিত হয়েছিল বাসু চ্যাটার্জি পরিচালিত ফেরদৌস অভিনীত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। এই সিনেমায় অজিত চরিত্রে অভিনয় করে সেই সময় সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিলেন ফেরদৌস। শুধু তাই নয়, ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করেই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে তারও আগে তিনি ছটকু আহমেদের নির্দেশনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় প্রয়াত সালমান শাহর স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করেন। চলচ্চিত্রে পেশাগতভাবে তার পথচলা শুরু হয় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। সেই হিসেবে সিনেমায় অভিনয়ের ফেরদৌস দুই  দশকেরও বেশি সময় পার করছেন। টানা ২১ বছর ধরে বলা যায় প্রায় একই রকম জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads