• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
‘সাপলুডু’ নিয়ে আত্মবিশ্বাসী শুভ

ফাইল ছবি

শোবিজ

‘সাপলুডু’ নিয়ে আত্মবিশ্বাসী শুভ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৯

আরিফিন শুভ, বাংলাদেশের সিনেমার এই সময়ের একজন নির্ভরযোগ্য নায়ক। বিশেষত রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার সিনেমায় আরিফিন শুভ শতভাগ পরিপূর্ণ একজন নায়ক। ভালো ভালো গল্পের ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ঠিক তেমনি চেষ্টা করেছেন মেধাবী নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা ‘সাপলুডু’তে। সিনেমাটিতে শুভ আরমান চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, তারিক আনাম খান, সালাহ উদ্দিন লাভলু, জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার।

শুভর ভাষ্যমতে, সিনেমার কাস্টিংই খুব সহজে বলে দেয় সিনেমাটি কেমন হবে। শুধু তাই নয়, গোলাম সোহরাব দোদুল ছোট্ট একটি দৃশ্যের জন্যও থিয়েটারের অভিনয় জানা শিল্পীকে দিয়েই অভিনয় করিয়েছেন। নির্মাতার যে লোকেশন ভালো লেগেছে, সেই লোকেশনে রেড অ্যালার্ট থাকার পরও সিকিউরিটি নিয়ে তিনি শুটিং করেছেন। সিনেমাটিতে গান গেয়েছেন রফিকুল আলম, বাপ্পা মজুমদার, কনা, হূদয় খান, ইমরান, পড়শী। সবমিলিয়ে দোদুলের অনেক শ্রমের ফসলে ‘সাপলুডু’ হয়ে উঠেছে দর্শকের কাছে আকাঙ্ক্ষার সিনেমা।

অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘নিঃসন্দেহে গোলাম সোহরাব দোদুল ভাই একজন পরীক্ষিত, প্রমাণিত মেধাবী নাট্য নির্মাতা। সাপলুডু তার প্রথম সিনেমা। কিন্তু প্রথম সিনেমাতেই তিনি অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আমি আগে শুনেছি যে পরিচালকের মুড না আসলে চলতি শুটিংও একজন সত্যিকারের পরিচালক পেকাপ করে দেন। মানিকগঞ্জে একদিন আমি, লাভলু ভাই, জাহিদ ভাই ও মিম কাজ করছিলাম। কিন্তু সব কিছু মিলিয়ে দোদুল ভাইয়ের ভালো না লাগায় তিনি শুটিং পেকাপ করে দেন। তো, এটা করার জন্য অনেক অনেক সাহস লাগে। এই সিনেমার প্রত্যেকটি চরিত্রই আসলে নায়ক কিংবা নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। প্রচলিত নায়ক, নায়িকা, ভিলেন ভাবনা থেকে বেরিয়ে এসেছে সাপলুডু। দোদুল ভাই আমাকে সিনেমাটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে করে সিনেমাতে নায়ক নয়, আমি অভিনেতায় পরিণত হয়েছি। তবে আমি কাজ করে পূর্ণাঙ্গভাবে সন্তুষ্ট হতে পারিনি। কারণ আমার বারবারই মনে হয়েছে সাপলুডু’তে আমার কী যেন দেওয়া বাকি রয়ে গেছে।’

আরিফিন শুভ জানান, আগামী ২৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির প্রথম দিনে তিনি প্রথম শোতে রাজধানীর বলাকা সিনেমায় দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করবেন। এদিকে গতকাল থেকে শুভ নেয়ামুলের নির্দেশনায় আবারো ‘জ্যাম’ সিনেমার কাজ শুরু করেছেন। আরিফিন শুভ অনেক সিনেমায় কাজ করার লোভ সংবরণ করেই ভালো ভালো সিনেমায় কাজ করার চেষ্টা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads