• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
মানিকগঞ্জে শেষ হবে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

ছবি : সংগৃহীত

শোবিজ

মানিকগঞ্জে শেষ হবে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৯

কিছুদিন আগে একটি শোতে অংশ নিতে দেশের বাইরে গিয়েছিলেন চিত্রনায়িকা সালওয়া। দেশে ফেরার পর তিনি জানতে পারেন তার প্রথম সিনেমা ‘রাজকন্যা’র নাম পরিবর্তন হয়েছে। সেইসাথে সিনেমার পরিচালকও পরিবর্তন হয়েছে। সিনেমার নাম পরিবর্তন করে রাখা হলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। পরিচালক রাজু চৌধুরীর স্থানে পরিচালক হিসেবে স্থলাভিষিক্ত হলেন মোস্তাফিজুর রহমান মানিক। শুরু হলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার শুটিং। এরই মধ্যে কক্সবাজার, যশোরে সিনেমাটির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন সিনেমার নায়িকা মিস বাংলাদেশখ্যাত সালওয়া। তিনি জানান, শিগগিরই মানিকগঞ্জে শুটিং শুরুর মধ্য দিয়ে সিনেমার পুরো কাজ শেষ হবে।

এই সিনেমাতে আপনার চরিত্রের নাম কী? এমন প্রশ্নের জবাবে সালওয়া বলেন, ‘সত্যি বলতে কি, নামটা নিয়েই মূলত রহস্য। তাই আপাতত নামটা প্রকাশ করা যাচ্ছে না।’ কেমন হলো কাজ যতটুকু করেছেন? সালওয়া বলেন, ‘যতটুকু কাজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমার প্রথম সিনেমা তাই ইউনিটের প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আর সিনেমাতে আমার যিনি নায়ক অর্থাৎ আজাদ যেহেতু আগে অভিনয়ে করেছে তাই তার অভিজ্ঞতার আলোকে আমাকে পূর্ণ সহযোগিতা করছে। পরিচালক মানিক ভাইও আমাকে অনেক সহযোগিতা করছেন। সব মিলিয়েই খুব ভালো একটি কাজ হচ্ছে, যে কারণে আমার প্রথম সিনেমা নিয়ে আমি অনেক আশাবাদী।’

সালওয়ার সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে আজাদ বলেন, ‘মোস্তাফিজুর রহমান মানিক ভাই একজন অভিজ্ঞ পরিচালক। তার নির্মিত অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে। তিনি তার অভিজ্ঞাতর আলোকেই স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমাটি নির্মাণ করছেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়েই কাজ করছি। সালওয়া নতুন হলেও বেশ বিচক্ষণ। যে কারণে চরিত্রের মধ্যে ডুবে থেকেই কাজ করার চেষ্টা করছে। আমাদের দুজনের মধ্যে কাজের বোঝাপড়াটাও চমৎকার। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’

জানা যায়, এরই মধ্যে তিনটি গানেরও দৃশ্যায়নের কাজ শেষ। গানগুলো গেয়েছেন কনা, রাজীব, মৌসুমী, মিথিলা, কোনাল। আজাদ অভিনীত প্রথম নাটক ছিল অরুণ চৌধুরীর ‘এই বাড়ি আমাদের’। অন্যদিকে তাহসানের ‘মন কারিগর’ গানে মডেল হিসেবে কাজ করেছিলেন সালওয়া। ছোটপর্দাতেও নিয়মিত অভিনয় করছেন আজাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads