• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

শোবিজ

অভিনয়ে ফিরলেন ঊর্মিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৯

লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। নাটক-টেলিছবিতে নিয়মিত দেখা মেলে তার। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষেও বেশকিছু নাটকে দেখা গেছে তার সরব উপস্থিতি। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছিল এই তারকার। কিন্তু হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চার মাসে ধরে কাজে অনিয়মিত ছিলেন লাক্সতারকা ঊর্মিলা। সব ধকল কাটিয়ে এই অভিনেত্রী আবার পুরোদমে কাজ শুরু করছেন এই অভিনেত্রী।

ঊর্মিলা বলেন, আগে মাসের ৩০ দিনই শুটিং নিয়ে থাকতাম। গত চার মাস ধরে নানান প্রতিবন্ধকতায় নিয়মিত কাজ করতে পারিনি। ডেঙ্গু জ্বরে পড়েছিলাম। এখন পুরোপুরি সুস্থ হয়েছি। আগের মতো মনোযোগ দিয়ে পুরোদমে কাজ শুরু করেছি।

জনপ্রিয় এই অভিনেত্রী জানালেন, সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের কাজ করেছেন। রূপচাঁদা চিনিগুঁড়া চালের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অশিন। বললেন, বছরখানেক পর নতুন বিজ্ঞাপনে কাজ করলাম। শিগগির প্রচার হবে।

ঊর্মিলা বলেন, ‘নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে বেশ ভালো লাগে। চেষ্টা করি পছন্দসই কিছু টিভিসি করার। এতে করে দর্শকের সঙ্গে যোগাযোগটা নিয়মিত হয়। অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। এর কনসেপ্ট ও নির্মাণ খুবই দারুণ। শিগগিরই প্রচারে আসবে এটি।’

বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছেন ঊর্মিলা বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে। তার মধ্যে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নামের একটি নাটকে ঊর্মিলার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম। এখানে ঊর্মিলাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।

তার ভিড়ে আসছে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘আশীর্বাদ’। চন্দন চৌধুরী পরিচালিত নাটকটিতে ঊর্মিলাকে দেখা যাবে অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে।

ঊর্মিলা জানান, ‘এখন পুরোদমে কাজে মনোযোগ দিচ্ছি। বেশ কয়টি ভালো কাজের প্রস্তাব হাতে আছে।’

ঊর্মিলা অভিনীত অন্যান্য কাজের মধ্যে রয়েছে- ‘ইচ্ছেডানা’, ‘প্রেম চক্র’, ‘ছায়া-ছবি’, ‘শান্তিপুরের অশান্তি’, ‘শান্তি মলম ১০ টাকা’, ‘জুলি বিউটিফুল’, ‘হুলুস্থুল’, ‘জঙ্গলে গন্ডগোল’। তিনি বলেন, এসব নাটকের কাজ শেষ। আগামীতে নতুন কাজ করব।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখা ঊর্মিলা চলচ্চিত্রেও কাজ করতে প্রস্তুত। এ নিয়ে তিনি বলেন, ‘লাক্স সুপারস্টার প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকেই চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। একটি ছবিতে কাজও করেছি। কিন্তু সেই ছবিটি মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর আর চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে জাগেনি।

তবে এখন ভালো ভালো ছবি হচ্ছে। ভালো গল্প, নির্মাণ চোখে পড়ছে। তাই আগ্রহটা তৈরি হয়েছে। একটি ছবির বিষয়ে কথাবার্তাও মোটামুটি চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং হবে।’

স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে তেমন একটা আগ্রহ নেই ঊর্মিলা শ্রাবন্তী করের। তিনি জানান, ‘বেশ কিছুদিন আগে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। ভালোই সাড়া পেয়েছিলাম। তারপরও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার আগ্রহ নেই। এতে অভিনয় করতেও ভালো লাগে না। এটি নাটক ও চলচ্চিত্রের মাঝামাঝি একটি বিষয়। আমাকে ওসব টানে না। তার চেয়ে খণ্ড নাটকে অভিনয় করতেই ভালো লাগে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads