• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

শোবিজ

ক্যাসিনো ইস্যুতে মুক্তি পাচ্ছে না ‘শাহেনশাহ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৯

চলতি বছরের মার্চ মাসে সেন্সর ছাড়পত্র পায় শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’। সেন্সর পাওয়ার পর একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও সিনেমাটি মুক্তি দিতে পারেনি প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।

সর্বশেষ বেশ জোর দিয়েই শাপলা মিডিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, পূজায় ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। তবে গতকাল শনিবার জানা গেলে, দেশের চলমান ক্যাসিনো ইস্যুতে পূজায় ৪ অক্টোবর সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

মুক্তি না পাওয়ার কারণ হিসাবে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। চারদিকে সরকারের শুদ্ধি অভিযান চলছে। এ কারণেই বড় বাজেটের সিনেমাটি এখন মুক্তি দিতে চাইছি না।

তাহলে কবে সিনেমাটি মুক্তি পাবে এমন প্রশ্নে সেলিম খান জানিয়েছেন, আগামী রোজার ঈদে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে এটা ফাইনাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শেষ হওয়া ‘শাহেনশাহ’ সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব-নুসরাত ও নবাগত রোদেলা জান্নাত। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads