• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

শোবিজ

পেছাল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পিছিয়ে গেল। আগামী ১৮ অক্টোবরের পরিবর্তে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর। বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি নিতে তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন।

শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আগে বলা হয়েছিল ১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ তারিখে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। সবার সঙ্গে আলাপ করেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নির্বাচনের তারিখ পেছানোর কারণ জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি আগেই বলেছি বেশ কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত আছি। ওই সময়টায় সরকারি কিছু কাজে যোগ দেওয়ার সম্ভাবনা আছে আমার। তাই নির্বাচনের তারিখ ১ সপ্তাহ পেছানো হয়েছে।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। গতবারের মতো এবারো এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।

অন্য প্যানেলে থাকবেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও ছোটবড় পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। এর বাইরেও একটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা এবং মনোনয়ন জমা দেওয়ার পরই জবাব মিলবে অনেক প্রশ্নের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads