• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘আমির হোসেন বাবু’ সম্মানায় ভূষিত নৃত্য পরিচালক ইউসুফ খান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৯

আজ থেকে তিন দশক আগের কথা। এফ আই মানিকের বিস্ফোরণ সিনেমার শুটিং-এ ইউসুফ খানের দেখা হয় জাতীয় চলচ্চিত্র পুরসাকারপ্রাপ্ত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর সঙ্গে। পরবর্তীতে তিনিই তাকে গ্রুপ ড্যান্সে কাজ করার সুযোগ করে দেন শাহ আলম কিরণের নিয়তির খেলা সিনেমায়। এই সিনেমার ‘কোন বেঈমানরা কয়’ গানে একজন ড্যান্সার হিসেবে কাজ করেন ইউসুফ। এরপর থেকে আজ পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি সিনেমায় কাজ করেছেন ইউসুফ খান। যার হাত ধরে চলচ্চিত্রে একজন ড্যান্সার হিসেবে ইউসুফের যাত্রা শুরু হয়েছিল সেই তারই স্মৃতির শ্রদ্ধা জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের সম্মাননা পেলেন ইউসুফ খান। গেলো বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলায় ‘আমির হোসেন বাবু ড্যান্স একাডেমি’ আয়োজিত অনুষ্ঠানে ইউসুফ খান এই সম্মাননায় ভূষিত হন। সম্মাননা পেয়ে ভীষণ খুশি ইউসুফ।

তিনি বলেন, ‘শ্রদ্ধেয় আমির হোসেন বাবু একজন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক। তার নামে প্রতিষ্ঠিত আমির হোসেন বাবু ডান্স একাডেমি থেকে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে আমাকে সম্মাননা ২০১৮ প্রদান করা হল। তার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং মরহুম আমির হোসেন বাবুর আত্মর শান্তি কামনা করছি। সেইসাথে আমার বন্ধু মেহেদী হাসান লিটিল ও আমির হোসেন বাবু ডান্স একাডেমি সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ ছোটবেলায় ইউসুফ খান ‘কিশলয়’, ‘নতুন কুঁড়ি’,‘স্কুল বিচিত্রা’য় গান গাইলেও একসময় ঝোঁক চলে আসে নাচের প্রতি। যে কারণে ছোটবেলায় তিনি ভাষা সৈনিক গাজীউল হকের ছোট ভাই নিজামুল হক ও তার স্ত্রী ছন্দা নিজামের কাছে নাচ শিখেন। নাচ শিখতে শিখতে একসময় নিজেই প্রশিক্ষক হয়ে উঠলেন।

একজন পূর্ণাঙ্গ নৃত্য পরিচালক হিসেবে তিনি প্রথম কাজ করেন দ্বীলিপ বিশ্বাসের ‘অজান্তে’ সিনেমাতে। এছাড়া বিভিন্ন সময়ে তিনি হাছিবুল ইসলাম মিজানের ‘কপাল’, ‘তুমি আছো হূদয়ে’, বুলবুল জিলানীর ‘নীল আঁচল’, একে সোহেলের ‘মায়ের গায়ে বিয়ের শাড়ি’, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’সহ আরো অনেক সিনেমার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। কলকাতার ‘আমার মা’, ‘আমাদের সংসার’, ‘এবং তুমি’ চলচ্চিত্রের কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন তিনি। সুভাষ দত্তের শেষ সিনেমা ‘ও আমার ছেলে’র কোরিওগ্রাফার ছিলেন তিনি। ইউসুফ খানের স্ত্রী মলি খান। এক ছেলে আয়াত খান ও এক মেয়ে কায়ানাত খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads